জানা গিয়েছে, হাতির তান্ডব থেকে সব্জি ক্ষেতে বাঁচানোর জন্য বিদ্যুতের বেড়া দেন কৃষকরা। যদিও পুরো ঘটনার তদন্ত শুরু করেছেন জামবনী থানার পুলিশ।উল্লেখ্য, ঝাড়গ্রাম জেলার বিভিন্ন ব্লকের কৃষকরা জমির ফসল বাঁচানোর জন্য জমিতে বিদ্যুৎ দিয়ে ঘিরে রাখেন। আর সেই কারণে বিদ্যুতের তারে পৃষ্ট হয়ে একাধিকবার জঙ্গলমহলে হাতি মৃত্যুর ঘটনা ঘটেছে। এমনকী জমিতে বিদ্যুৎ পৃষ্ট হয়ে মানুষের মৃত্যুর ঘটনাও ঘটেছে। তাই ওই ব্যক্তি বিদ্যুৎ পৃষ্ট হয়ে নাকি অন্য কোনও কারনে মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের রিপোর্ট আসার পর জানা যাবে।
advertisement
আরও পড়ুন:মমতার হাতে আছে এক ছোটখাটো ‘কেষ্ট মণ্ডল’ও! নাম-তথ্য তুলে বিস্ফোরক শুভেন্দু অধিকারী
আরও পড়ুন: শুভেন্দুর জেলায় অভিষেকের নির্দেশ অমান্য তৃণমূলেই, দলেই তীব্র শোরগোল! যা ঘটল, অবিশ্বাস্য
এবিষয়ে বিদ্যুৎ বন্টন সংস্থার ডিভিশন্যাল ম্যানেজার মৌমীত মাঝি বলেন ‘আমরা পুরো বিষয়টি তদন্ত করে দেখব।’ অন্যদিকে শুক্রবার রাতে গোপীবল্লভপুর দুই ব্লকের আধাঁরিয়া গ্রামের এক যুবকের বিদ্যুৎ পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে ,মৃত ব্যক্তির নাম প্রবীর জানা (৩৬)। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গিয়েছে, এদিন রাতে কোনওভাবে বাড়ির দরজাতে বিদ্যুতের লাগে যায়। যার ফলে গোটা দরজাতেই বিদ্যুৎ সংযোগ হয়ে যায়। এদিন রাতে দরজা বন্ধ করতে গেলে হাত দেওয়ার সাথেই বিদ্যুৎ পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায়। পরে তার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে তাকে প্রথমে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার চিকিৎসকেরা মৃত বলে ঘোষনা করেন। এই ঘটনার পর গোটা এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া।
রাজু সিং