TRENDING:

রাতের অন্ধকারে গজরাজদের তাণ্ডব! হাতির হানায় মৃত ১, আতঙ্কের পরিবেশ এলাকায়

Last Updated:

Jhargram News: প্রতিনিয়ত হাতির দল যেভাবে তাণ্ডব চালাচ্ছে তাতে কার্যত দিশেহারা গ্রামের চাষিরা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঝাড়গ্রাম, রাজু সিংঃ রাতের অন্ধকারে দাপিয়ে বেড়াল হাতির দল। ঝাড়গ্রামের কলাই কুন্ডা বিটে গুপ্তমনী এলাকায় চাষের জমিতে গজরাজদের তাণ্ডব। প্রতিনিয়ত যেভাবে হাতির দল তাণ্ডব চালাচ্ছে তাতে কার্যত দিশেহারা গ্রামের চাষিরা।
রাতের অন্ধকারে হাতির দলের তাণ্ডব
রাতের অন্ধকারে হাতির দলের তাণ্ডব
advertisement

একদিকে যেমন ঝাড়গ্রামের গড় শালবনীতে সারা বছরই হাতি থাকছে, ঠিক তেমনই লোধাশুলি ও শ্যামাচুলি এলাকায় বারংবার তাণ্ডব চালাচ্ছে হাতির দল। এতে বন দফতরকে দায়ী করে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন এলাকার মানুষ।

আরও পড়ুনঃ চোলাই মদে আসক্ত গ্রামের পুরুষ! লাঠি-ঝাঁটা হাতে মহিলারা যা করলেন…! বিরাট কাণ্ড চন্দ্রকোনায়

এদিকে গতকালই হাতির থানায় মৃত্যু হয়েছিল অস্থায়ী বন কর্মীর। এবার পাশের রাজ্য ঝাড়খণ্ডের বালিজুড়িতে হাতির হানায় মৃত্যু হল সরক পাল (৩৫) নামে এক ব্যক্তির। সোমবার রাতে বালিজুরিতে হাতির সামনে পড়ে ফের প্রাণ হারান সেই ব্যক্তি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন বন দফতরের লোকজন। তাঁরা গিয়ে সেখানকার পরিস্থিতি সামাল দেওয়ার পাশাপাশি মৃতদেহ উদ্ধার করেন। বন দফতর সূত্রে জানা যাচ্ছে, গত কয়েকদিন ধরে একটি হাতি সেখানে বিক্ষিপ্তভাবে তাণ্ডব চালাচ্ছিল। সেই হাতির আক্রমণে এই ব্যক্তির মৃত্যু হয়েছে। ইতিমধ্যে সেই হাতিটিকে সেখান থেকে গভীর জঙ্গলে ফেরানো হয়েছে। তবে এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
রাতের অন্ধকারে গজরাজদের তাণ্ডব! হাতির হানায় মৃত ১, আতঙ্কের পরিবেশ এলাকায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল