একদিকে যেমন ঝাড়গ্রামের গড় শালবনীতে সারা বছরই হাতি থাকছে, ঠিক তেমনই লোধাশুলি ও শ্যামাচুলি এলাকায় বারংবার তাণ্ডব চালাচ্ছে হাতির দল। এতে বন দফতরকে দায়ী করে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন এলাকার মানুষ।
আরও পড়ুনঃ চোলাই মদে আসক্ত গ্রামের পুরুষ! লাঠি-ঝাঁটা হাতে মহিলারা যা করলেন…! বিরাট কাণ্ড চন্দ্রকোনায়
এদিকে গতকালই হাতির থানায় মৃত্যু হয়েছিল অস্থায়ী বন কর্মীর। এবার পাশের রাজ্য ঝাড়খণ্ডের বালিজুড়িতে হাতির হানায় মৃত্যু হল সরক পাল (৩৫) নামে এক ব্যক্তির। সোমবার রাতে বালিজুরিতে হাতির সামনে পড়ে ফের প্রাণ হারান সেই ব্যক্তি।
advertisement
এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন বন দফতরের লোকজন। তাঁরা গিয়ে সেখানকার পরিস্থিতি সামাল দেওয়ার পাশাপাশি মৃতদেহ উদ্ধার করেন। বন দফতর সূত্রে জানা যাচ্ছে, গত কয়েকদিন ধরে একটি হাতি সেখানে বিক্ষিপ্তভাবে তাণ্ডব চালাচ্ছিল। সেই হাতির আক্রমণে এই ব্যক্তির মৃত্যু হয়েছে। ইতিমধ্যে সেই হাতিটিকে সেখান থেকে গভীর জঙ্গলে ফেরানো হয়েছে। তবে এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।