TRENDING:

Jhargram News: ফের লোকালয়ে হাতির হানা, ৩৫ গজরাজের আতঙ্কে কাঁপছে ঝাড়গ্রাম

Last Updated:

Jhargram News: লালগড়ে ফের হাতির দল। আতঙ্ক শুরু হয়েছে এলাকাজুড়ে। চাষের ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা।  

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঝাড়গ্রাম: ঝাড়গ্রামের বিনপুর এক ব্লকেরলালগড় রেঞ্জের বীরকাঁড় গ্রামে বুধবার ঢুকে পড়ে প্রায় ৩৫ টি হাতির দল। ওই হাতির দলটি বীরকাঁড় গ্রামের মাঠে গিয়ে তান্ডব চালিয়ে ব্যাপক ফসলের ক্ষতি করে বলে জানিয়েছেন গ্রামবাসীরা। ফের প্রকাশ্য দিবালোকে খাবারের সন্ধানে লোকালয়ে হাতির দল ঢুকে পড়ায় প্রবল আতঙ্ক ছড়ায় গ্রামে।
advertisement

আরও পড়ুন: আবীরে ত্বকে জ্বালা-পোড়া? ফুল-শাক-বিট-গাজর দিয়ে ভেষজ আবীর বানিয়ে তাক লাগাচ্ছেন মহিলারা

আরও পড়ুন: ফেসবুকে বন্ধুত্ব পাতিয়ে নগ্ন ছবি আদান-প্রদান, নতুন পথে নারী পাচারের ছক ফাঁস!

View More

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

হাতির হানায় ফসলের পাশাপাশি ঘরবাড়ির ক্ষতির আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা। যার ফলে ওই এলাকা জুড়ে হাতির হামলার আশঙ্কা ছড়িয়ে পড়ে। গ্রামবাসীদের পক্ষ থেকে বিষয়টি বন দফতরকে জানানো হয়েছে। বন দফতরের পক্ষ থেকে ওই এলাকার গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে ঘটনাস্থলে গিয়ে বন দফতরের কর্মীরা হাতির দলের গতিবিধির উপর নজরদারি শুরু করেছে। তা সত্ত্বেও ওই এলাকার বাসিন্দারা হাতির হামলার আশঙ্কায় আতঙ্কের মধ্যে রয়েছেন বলে তাঁরা জানান।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram News: ফের লোকালয়ে হাতির হানা, ৩৫ গজরাজের আতঙ্কে কাঁপছে ঝাড়গ্রাম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল