রাস্তা ঘাটে বা পার্কে প্রেমিক-প্রেমিকাদের প্রেমরত অবস্থায় আখছার দেখা যায়। কিন্তু তাই বলে হাতিদের প্রেম! কখনও চাক্ষুষ করা সুযোগ হয়েছে? এমনই এক বিরল দৃশ্যের সাক্ষী থাকলেন কলাইকুণ্ডা রেঞ্জের বারডাঙ্গা এলাকা। আধঘণ্টা বারডাঙ্গা জঙ্গল সংলগ্ন অঞ্চলে চলে অনুরাগের ছোঁয়া। একে অপরকে শুড় পেঁচিয়ে প্রেম নিবেদন করছে দুই হাতি। খবর ছড়িয়ে পড়তেই গ্রামবাসীরা ভিড় জমান। হস্তি যুগলের প্রেমলীলা দেখে আনন্দিত শতাধিক মানুষ। অনেকেই ঘটনাটি মোবাইল ফোনে বন্দী করেন যা এখন রীতিমত ভাইরাল।
advertisement
কয়েকদিন আগেই ভাইরাল হয় ফুল দিয়ে হাতির প্রেম নিবেদনের ভিডিও। সেখানে দেখা যায় গাছের চারপাশে ফুল দিয়ে সাজানো হয়েছে। মাঝখানে দাঁড়িয়ে রয়েছে একটি হাতি। সবুজ গালিচার উপর দিয়ে ফুলের তোড়া শুঁড়ে পেঁচিয়ে সে দিকে এগিয়ে যাচ্ছে তার সঙ্গী। শুঁড়ের মধ্যে পেঁচিয়ে গোলাপি ফুলের তোড়া ধরে রেখেছে একটি হাতি। সঙ্গিনীকে দেখতে পেয়ে সে ছুটে যায়। ফুল দিয়ে প্রেম নিবেদনও করে হাতিটি।
তন্ময় নন্দী