পরিবেশ দূষণের হাত থেকে জেলা শহরকে রক্ষা করতে রাজ্য সরকার ইতিমধ্যেই ৫ কোটি ১৭ লক্ষ টাকা বরাদ্দ করেছে। এই টাকা ব্যয় করে তৈরি হতে চলেছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প। ঝাড়গ্রাম পৌরসভার শ্রীরামপুর এলাকার ভাস্করকাটায় ১২ একর জমির উপর পাঁচিলঘেরা ভ্যাট রয়েছে। প্রতিদিন বাড়ি বাড়ি ও শহরের বিভিন্ন জায়গা থেকে পৌরসভার সাফাই কর্মীরা নোংরা আবর্জনা সংগ্রহ করে ভ্যাটে নিয়ে গিয়ে ফেলে। সংগ্রহ করা আবর্জনাগুলিকে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে পচনশীল জঞ্জালগুলিকে সার এবং অপচনশীল আবর্জনাগুলিকে পুনর্ব্যবহার জন্য প্রক্রিয়া করতে চলেছে।
advertisement
আরও পড়ুন: গ্রীষ্মের শুরুতেই জল সংকট ঝাড়গ্রামের এই এলাকায়! কবে মিলবে মুক্তি! যা জানাল জেলা পরিষদ
জানা গিয়েছে, ভাস্করকাটায় বড় টিনের শেড তৈরি করা হবে। সেখানে শহরের সমস্ত আবর্জনা ফেলা হবে। সেইগুলিকে পচন ও অপচনশীল বাছাই করার পর বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে সার এবং প্লাস্টিকজাত বর্জ্যগুলিকে পুনর্ব্যবহার উপযুক্ত করে তোলার জন্য ভবন তৈরির পাশাপাশি বসানো হবে আধুনিক মেশিন। ভাস্করকাটার ভ্যাটটির বেশিরভাগ জায়গা নোংরা আবর্জনার স্তুপ হয়ে পড়ে রয়েছে। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের মাধ্যমে জঞ্জালগুলিকে সার এবং পুনর্ব্যবহারের উপযুক্ত করে তোলা হবে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কিছুদিনের মধ্যে কাজ শুরু হতে চলেছে। জেলা শহরকে পরিষ্কার রাখার জন্য ঝাড়গ্রাম পুরসভার প্রায় ২০০ জন বিভিন্ন স্তরের সাফাই কর্মী রয়েছে। শহরের প্রাণকেন্দ্র পাঁচ মাথার মোড়, কোর্ট রোড, সুভাষ পার্ক চত্বর, শিব মন্দির মোড় সহ বিভিন্ন এলাকায় রাত্রে ঝাড়ু দেওয়ার জন্য ২০ জন সাফাই কর্মী রয়েছে।
বুদ্ধদেব বেরা