TRENDING:

Jhargram News: ৫ কোটি টাকায় ঝাড়গ্রাম পাচ্ছে নতুন প্রোজেক্ট! বেঁচে যাবে গোটা শহর, স্বস্তির নিঃশ্বাস ফেলবেন বাসিন্দারা

Last Updated:

পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা করতে রাজ্য সরকার ৫ কোটি ১৭ লক্ষ টাকা বরাদ্দ করেছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঝাড়গ্রাম: অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম জেলায় দিনের পর দিন গড়ে উঠছে নতুন নতুন জনবসতি। ছোট শহরটি বেড়ে উঠছে আকার আয়তনে। গৃহস্থের থেকে শুরু করে প্রতিদিন মানুষের ব্যবহার নানা জিনিসপত্রের কারণে বাড়ছে নোংরা আবর্জনা পরিমাণ। ঝাড়গ্রাম পৌরসভার সাফাইকর্মীরা প্রতিনিয়ত নোংরা আবর্জনা সাফাই করে চলেছে। পৌরসভার নির্দিষ্ট ভ্যাটে নোংরা আবর্জনাগুলি ফেলা হলেও অনেক সময় কোন অসাধু ব্যক্তি আগুন লাগিয়ে দেয়। যার কারণে বাড়ছে পরিবেশ দূষণ।
আবর্জনার স্তূপ
আবর্জনার স্তূপ
advertisement

পরিবেশ দূষণের হাত থেকে জেলা শহরকে রক্ষা করতে রাজ্য সরকার ইতিমধ্যেই ৫ কোটি ১৭ লক্ষ টাকা বরাদ্দ করেছে। এই টাকা ব্যয় করে তৈরি হতে চলেছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প। ঝাড়গ্রাম পৌরসভার শ্রীরামপুর এলাকার ভাস্করকাটায় ১২ একর জমির উপর পাঁচিলঘেরা ভ্যাট রয়েছে। প্রতিদিন বাড়ি বাড়ি ও শহরের বিভিন্ন জায়গা থেকে পৌরসভার সাফাই কর্মীরা নোংরা আবর্জনা সংগ্রহ করে ভ্যাটে নিয়ে গিয়ে ফেলে। সংগ্রহ করা আবর্জনাগুলিকে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে পচনশীল জঞ্জালগুলিকে সার এবং অপচনশীল আবর্জনাগুলিকে পুনর্ব্যবহার জন্য প্রক্রিয়া করতে চলেছে।

advertisement

আরও পড়ুন: গ্রীষ্মের শুরুতেই জল সংকট ঝাড়গ্রামের এই এলাকায়! কবে মিলবে মুক্তি! যা জানাল জেলা পরিষদ

জানা গিয়েছে, ভাস্করকাটায় বড় টিনের শেড তৈরি করা হবে। সেখানে শহরের সমস্ত আবর্জনা ফেলা হবে। সেইগুলিকে পচন ও অপচনশীল বাছাই করার পর বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে সার এবং প্লাস্টিকজাত বর্জ্যগুলিকে পুনর্ব্যবহার উপযুক্ত করে তোলার জন্য ভবন তৈরির পাশাপাশি বসানো হবে আধুনিক মেশিন। ভাস্করকাটার ভ্যাটটির বেশিরভাগ জায়গা নোংরা আবর্জনার স্তুপ হয়ে পড়ে রয়েছে। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের মাধ্যমে জঞ্জালগুলিকে সার এবং পুনর্ব্যবহারের উপযুক্ত করে তোলা হবে।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

কিছুদিনের মধ্যে কাজ শুরু হতে চলেছে। জেলা শহরকে পরিষ্কার রাখার জন্য ঝাড়গ্রাম পুরসভার প্রায় ২০০ জন বিভিন্ন স্তরের সাফাই কর্মী রয়েছে। শহরের প্রাণকেন্দ্র পাঁচ মাথার মোড়, কোর্ট রোড, সুভাষ পার্ক চত্বর, শিব মন্দির মোড় সহ বিভিন্ন এলাকায় রাত্রে ঝাড়ু দেওয়ার জন্য ২০ জন সাফাই কর্মী রয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এই স্কুলের কোনও ছাত্রী সেনার উচ্চপদে, কেউ আবার বিজ্ঞানী! ভবিষ্যৎ গড়ার সেরা ঠিকানা
আরও দেখুন

বুদ্ধদেব বেরা

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram News: ৫ কোটি টাকায় ঝাড়গ্রাম পাচ্ছে নতুন প্রোজেক্ট! বেঁচে যাবে গোটা শহর, স্বস্তির নিঃশ্বাস ফেলবেন বাসিন্দারা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল