চলতি মাসের ১১ ও ১২ জানুয়ারি দুর্গাপুরে দক্ষিণবঙ্গের জেলাগুলিকে নিয়ে অনুষ্ঠিত হয় সাউথ বেঙ্গল কিক বক্সিং চ্যাম্পিয়নশিপ ২০২৫। যেখানে দক্ষিণবঙ্গের প্রতিটি জেলা যোগদান করার পাশাপাশি যোগদান করে ঝাড়গ্রাম জেলাও। ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট স্পোর্টস কিক বক্সিং অ্যাসোসিয়েশনের তরফ থেকে মোট ২৮ জন প্রতিযোগী অংশগ্রহণ করে সাউথ বেঙ্গল কিক বক্সিং চ্যাম্পিয়নশিপে। যেখানে ১৯ জন মেয়ে ও ৯ জন ছেলে ছিল। বিভিন্ন বয়সের মোট পাঁচটি বিভাগে প্রতিযোগিতা কিক বক্সিং এর পয়েন্ট ফাইট, মিউজিকাল ফর্ম, লাইট কন্ট্যাক্ট, কিক লাইট কন্ট্যাক্ট সহ বিভিন্ন ফাইটে অংশগ্রহণ করে ঝাড়গ্রামের প্রতিযোগিরা ২৫ টি স্বর্ণপদক, ১৬ টি রুপোর পদক ও ১৩ টি ব্রোঞ্জের পদক জয়লাভ করে।
advertisement
আরও পড়ুনঃ Rinku Singh Engagement: ভারতীয় ক্রিকেটে বিয়ের সাঁনাই! বাগদান সারলেন কেকেআর তারকা রিঙ্কু সিং
স্বর্ণপদক, রুপোর পদক, ব্রোঞ্জের পদক মিলিয়ে মোট ৫৪টি পদক জয়লাভ করে দক্ষিণবঙ্গের সেরা জেলার ট্রফি জয়লাভ করে ঝাড়গ্রাম।ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট স্পোর্টস কিকবক্সিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অভিজিৎ রায় চৌধুরী বলেন,”বর্তমান সময়ে ঝাড়গ্রামে কিক বক্সিংয়ের চর্চা প্রতিনিয়ত হচ্ছে। অভিভাবকদের উৎসাহের সঙ্গে নতুন নতুন ছাত্র-ছাত্রীরা কিক বক্সিং শেখার জন্য এগিয়ে আসছেন । ঝাড়গ্রাম থেকে আগামী দিনে আমরা আরও আরও ভালো কিক বক্সিং এর প্লেয়ার খুঁজে পাবো। যারা রাজ্যের পাশাপাশি একদিন দেশের হয়ে খেলবে ঝাড়গ্রাম থেকে। সাউথ বেঙ্গল কিক বক্সিং চ্যাম্পিয়নশিপে ঝাড়গ্রামের জন্য ৫৪ টি পদক জয়লাভ করে দক্ষিণবঙ্গের সেরা জেলা হিসেবে নির্বাচিত হয় ঝাড়গ্রাম। এটা আমাদের কাছে গর্বের বিষয়”।
বুদ্ধদেব বেরা