TRENDING:

দিনভর রুটমার্চ, ক্লান্ত হতেই নদীতে শান্তির স্নান...! সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল 'ডন' রামলালের ভিডিও

Last Updated:

সুবর্ণরেখা নদী পাড়ে দুলকি চালে হেঁটে চলে বেড়াচ্ছে নিজের খেয়ালে। সকালে ঘুম ভাঙার পর হাতির প্রাতঃভ্রমণের দৃশ্য দেখে স্তম্ভিত ঝাড়গ্রামবাসী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঝাড়গ্রাম: সুবর্ণরেখা নদী পাড়ে দুলকি চালে হেঁটে চলে বেড়াচ্ছে নিজের খেয়ালে। সকালে ঘুম ভাঙার পর হাতির প্রাতঃভ্রমণের দৃশ্য দেখে স্তম্ভিত ঝাড়গ্রামবাসী। সাঁকরাইল থেকে নয়াগ্রাম— জঙ্গলমহলের দাঁতাল হাতি রামলালের দিনভর রুটমার্চ। হাতির লম্বা রুটমার্চে সাধারণ মানুষের কৌতূহল পরিণত হল উৎসবে, শান্ত স্বভাবের দাঁতাল হাতি‌ রামলাল। তার দাপটে সকাল থেকে টানটান উত্তেজনা ছড়ায় ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের বিভিন্ন এলাকায়। সুবর্ণরেখা নদী পার করে নয়াগ্রামের একাধিক গ্রামে সারা দিন ঘুরে বেড়ায়। আগাগোড়া ছিল শান্ত। তার আগমনে আতঙ্ক নয়, বরং রামলালের আগমন ঘিরে তৈরি হয় উৎসবের আবহ।
advertisement

লম্বা সফরের পর নদীতে শান্তির স্নান রামলালের। সকালবেলায় সাঁকরাইল থেকে সুবর্ণরেখা পেরিয়ে নয়াগ্রামে ঢোকে রামলাল। খান্দারপাড়া, দেউলবাড়ের রাস্তায় হেঁটে বেড়াতে দেখা যায় তাকে। মাঝে মাঝে রাস্তার ধারে দাঁড়িয়ে বিশ্রাম নিচ্ছে, আবার কখনও গাছের ডাল ছিঁড়ে মুখে দিচ্ছে সে। আশ্চর্যজনকভাবে একেবারেই আক্রমণাত্মক ছিল না সে, বরং তার হাঁটাচলা দেখে গ্রামের মানুষজনের মধ্যে ছড়িয়ে পড়ে একধরনের ভালবাসা আর কৌতূহল।

advertisement

আরও পড়ুন: পর্দার আড়ালে বিপদ…! কাঞ্চননগরে স্কুল পড়ুয়াদের নিয়ে যা করল, জানলে আপনিও অবাক হবেন

View More

সকাল হতেই গ্রামে হাজির রামলাল, পিছু নিলেন উৎসাহী মানুষজন। রামলালকে এক ঝলক দেখতে সকাল থেকেই পথে ভিড় জমাতে শুরু করেন এলাকার মানুষ। মোবাইলে ছবি, ভিডিও তোলা শুরু হয়। কেউ কেউ আবার হাতিকে ডেকে কথা বলার চেষ্টা করেন। কোথাও বাধা সৃষ্টি না করে ধীরে ধীরে এগিয়ে যায় রামলাল।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সারাদিনের ক্লান্তি‌ মুছতে ঝাড়গ্রামের সুবর্ণরেখা নদীর ঘাটে পৌঁছে জলকেলিতে মেতে ওঠে সে। নদীর জলে দীর্ঘক্ষণ স্নান করে যেন নিজের মত করেই দিন শেষ করল রামলাল। বন দফতরের পক্ষ থেকে জানান হয়েছে, হাতিটি এই এলাকায় মাঝে মধ্যেই প্রবেশ করে। আপাতত সে শান্ত থাকায় আতঙ্কের কিছু নেই। মানুষজনকে তার খুব কাছাকাছি না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পর্যবেক্ষণে রাখা হয়েছে রামলালের গতিবিধি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

তন্ময় নন্দী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দিনভর রুটমার্চ, ক্লান্ত হতেই নদীতে শান্তির স্নান...! সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল 'ডন' রামলালের ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল