TRENDING:

Fake Lottery: বাড়িতে বসেই কোটি কোটি টাকার কারবার! পুলিশ হানা দিতেই চক্ষু চড়ক গাছ, ফাঁস লটারির বড় জাল চক্র

Last Updated:

Jhargram Fake Lottery: বাড়িতে বসেই এক যুবক চালাচ্ছিলেন দেদার জাল লটারির কারবার। লক্ষ লক্ষ টাকা নয়, কোটি কোটি টাকার জাল লটারির কারবার চলছিল বলেই জানা গিয়েছে সূত্র মারফত। আর এই সমস্ত চক্র ফাঁস হয় পুলিশি হানায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঝাড়গ্রাম: লটারির টিকিট এখন বহু মানুষের কাছেই কোটিপতি হওয়ার চাবিকাঠি। অনেকেই রয়েছেন যারা কোটিপতি হওয়ার স্বপ্নে বিভোর হয়ে প্রতিদিন লটারির টিকিট কেটে থাকেন। অনেকের শিকেয় জোটে পুরস্কার, আবার বহু মানুষকেই হতাশ হতে হয়। তবে এসবের মধ্যেই এবার ঝাড়গ্রামে যা উদ্ধার হল তাতে রীতিমতো চক্ষু চড়ক গাছ পুলিশের।
জাল লটারি চক্রের ফাঁস
জাল লটারি চক্রের ফাঁস
advertisement

বাড়িতে বসেই এক যুবক চালাচ্ছিলেন দেদার জাল লটারির কারবার। লক্ষ লক্ষ টাকা নয়, কোটি কোটি টাকার জাল লটারির কারবার চলছিল বলেই জানা গিয়েছে সূত্র মারফত। আর এই সমস্ত চক্র ফাঁস হয় পুলিশি হানায়।

আরও পড়ুন: হুগলির বাঁশবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান বদল, নতুন পদ পেয়েই চমক! বড় ঘোষণা তাপস মুখার্জির

advertisement

ঝাড়গ্রামের চিঁচিড়া এলাকার বাসিন্দা শেখ সাদিকুল হক আনসারি নিজের বাড়িতেই জাল লটারির দেদার কারবার চালাচ্ছিলেন। ঘটনার খবর পেয়ে সোমবার রাতে জামবনি থানার পুলিশ ওই বাড়িতে হানা দেয় এবং তল্লাশি চালিয়ে কয়েক লক্ষ টাকার জাল লটারির টিকিট উদ্ধারের পাশাপাশি উদ্ধার করে লটারি ছাপানোর মেশিন থেকে শুরু করে কাটিং মেশিন-সহ একাধিক কম্পিউটার। এছাড়াও উদ্ধার করা হয় নগদ টাকা।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
খাঁচায় ছাগলের টোপ, বাঘ ধরতে ৪৫ জনের টিম! চার কিলোমিটার এলাকা ঘিরল বন দফতর
আরও দেখুন

ওই যুবকের বাড়ি থেকে এসব উদ্ধারের পর তাকে মঙ্গলবার ঝাড়গ্রাম আদালতে পেশ করা হয় এবং বিচারক তার চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। সূত্র মারফত দেখা যাচ্ছে, ওই যুবক কেবল পশ্চিমবঙ্গের জাল লটারির কারবারের সঙ্গে যুক্ত ছিলেন এমন নয়, পাশাপাশি তিনি ঝাড়খণ্ড, বিহারের একাধিক জেলার লটারি সংস্থার নামে জাল টিকিট ছাপিয়ে বিক্রি করতেন। রোজ কোটি টাকার মূল্যের জাল টিকিট তার ছাপাখানায় ছাপানো হত। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে এবং খতিয়ে দেখছে ওই যুবক ছাড়াও আর কে কে এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Fake Lottery: বাড়িতে বসেই কোটি কোটি টাকার কারবার! পুলিশ হানা দিতেই চক্ষু চড়ক গাছ, ফাঁস লটারির বড় জাল চক্র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল