বাড়িতে বসেই এক যুবক চালাচ্ছিলেন দেদার জাল লটারির কারবার। লক্ষ লক্ষ টাকা নয়, কোটি কোটি টাকার জাল লটারির কারবার চলছিল বলেই জানা গিয়েছে সূত্র মারফত। আর এই সমস্ত চক্র ফাঁস হয় পুলিশি হানায়।
আরও পড়ুন: হুগলির বাঁশবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান বদল, নতুন পদ পেয়েই চমক! বড় ঘোষণা তাপস মুখার্জির
advertisement
ঝাড়গ্রামের চিঁচিড়া এলাকার বাসিন্দা শেখ সাদিকুল হক আনসারি নিজের বাড়িতেই জাল লটারির দেদার কারবার চালাচ্ছিলেন। ঘটনার খবর পেয়ে সোমবার রাতে জামবনি থানার পুলিশ ওই বাড়িতে হানা দেয় এবং তল্লাশি চালিয়ে কয়েক লক্ষ টাকার জাল লটারির টিকিট উদ্ধারের পাশাপাশি উদ্ধার করে লটারি ছাপানোর মেশিন থেকে শুরু করে কাটিং মেশিন-সহ একাধিক কম্পিউটার। এছাড়াও উদ্ধার করা হয় নগদ টাকা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ওই যুবকের বাড়ি থেকে এসব উদ্ধারের পর তাকে মঙ্গলবার ঝাড়গ্রাম আদালতে পেশ করা হয় এবং বিচারক তার চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। সূত্র মারফত দেখা যাচ্ছে, ওই যুবক কেবল পশ্চিমবঙ্গের জাল লটারির কারবারের সঙ্গে যুক্ত ছিলেন এমন নয়, পাশাপাশি তিনি ঝাড়খণ্ড, বিহারের একাধিক জেলার লটারি সংস্থার নামে জাল টিকিট ছাপিয়ে বিক্রি করতেন। রোজ কোটি টাকার মূল্যের জাল টিকিট তার ছাপাখানায় ছাপানো হত। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে এবং খতিয়ে দেখছে ওই যুবক ছাড়াও আর কে কে এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন।
