TRENDING:

Jhargram Elephant Attack: আম, কাঁঠালের গন্ধে লক লক করছিল জিভ, ভোর হতেই যা করল হাতির দল, কূলকিনারা পাচ্ছেন না ঝাড়গ্রামবাসীরা

Last Updated:

Jhargram Elephant Attack: আম, কাঁঠালের গন্ধে ম ম করেছে গোটা জঙ্গলমহল। আর সেই গন্ধে গ্রামে ঢুকে প্রায় ঘন্টা খানেক হানা চালাল হাতির পাল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঝাড়গ্রাম: মরসুমের ফল আম, কাঁঠালের গন্ধে ম ম করেছে গোটা জঙ্গলমহল। আর সেই গন্ধে গ্রামে ঢুকে প্রায় ঘন্টা খানেক হানা চালাল হাতির পাল। দাঁতালের দলের তাণ্ডবে কোনরকমে প্রাণে রক্ষা পেল গ্রামবাসীরা। ঝাড়গ্রামের জারুলিয়া, আউলগেড়িয়া সহ বিস্তীর্ণ এলাকায় ভোররাতে আচমকাই হাতির হামলায় মুহূর্তে লণ্ডভণ্ড বেশ কয়েকটি ঘর! ঘুমের মধ্যেই দাঁতালের দলের তাণ্ডবে কোনরকমে প্রাণে রক্ষা পেল গ্রামবাসীরা। এলাকায় তৈরি হয়েছে আতঙ্কের পরিবেশ।
advertisement

ঝাড়গ্রামের জারুলিয়া ও আউলগেড়িয়া এলাকায় কয়েকটি দাঁতাল হাতির দলের তাণ্ডবে ভাঙল ন’টি মাটির বাড়ি। স্থানীয়দের অনুমান প্রায় ১৫ -১৭ টি দাঁতাল হাতি বেশ কয়েকদিন ধরে ঝাড়গ্রাম ব্লকের বিস্তীর্ণ এলাকায় দাঁপিয়ে বেড়াচ্ছে। ভোররাতে খাবারের সন্ধানে জঙ্গল ছেড়ে দাঁতাল হাতির দল গ্রামের প্রবেশ করে। এদিন ভোর রাতে ঝাড়গ্রাম ব্লকের জারুলিয়া, আউলগেড়িয়া সহ বিস্তীর্ণ এলাকায় দাপিয়ে বেড়ায়। বাড়ির সামনে দাঁতালের দলকে দেখে আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা। স্থানীয়রা বলছেন, হাতির এত তাণ্ডব যে আমরা কুলকিনারা পাচ্ছি না। হাত জোড় করে শুধু ঠাকুরকে ডাকছি।

advertisement

আরও পড়ুন: নদী, পাহাড়, সবুজ জঙ্গল! বর্ষার বৃষ্টিতেই উপচে পড়া যৌবন! সপ্তাহান্তে টুক করে ঘুরে আসার হাতের কাছেই পারফেক্ট স্পট এই জায়গা

খাবারের সন্ধানে প্রতিনিয়ত দাঁতালের দল জঙ্গল ছেড়ে লোকালয়ে প্রবেশ করছে। হাতির হানায় দিশেহারা গ্রামবাসীরা। অপর দিকে পুকুরিয়াতে সাতসকালে খাবারের সন্ধানে তিনটি হাতি লোকালয়ে প্রবেশ করতেই আতঙ্ক ছড়ায়, খবর দেওয়া হয় বনদফতরকে। বারংবার হাতির তান্ডব বাড়ছে এলাকায় বন দফতরে জানিয়েও হয়নি সমস্যার সমাধান। ক্রমশ ক্ষোভ বাড়ছে গ্রামবাসীদের।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

ঝাড়গ্রাম জেলা জুড়ে প্রতিনিয়ত হাতির হামলা বৃদ্ধি পেয়ে চলেছে। জঙ্গল ছেড়ে বারংবার হাতি প্রবেশ করায় আতঙ্কের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন ঝাড়গ্রামের জঙ্গল এলাকার বাসিন্দারা। একদিকে যেমন তাদের জঙ্গলে যাওয়া প্রায় বন্ধ হয়ে গিয়েছে, অপরদিকে হাতির হামলার ফলে বিপর্যস্ত হচ্ছে তাদের বসতবাড়ি। এমত অবস্থায় জীবন কাটানো তাদের কাছে সংকটজনক হয়ে উঠেছে। জঙ্গলের উপর নির্ভর করেই তারা জীবনযাপন ও রুজি রোজগার করেন। এখন তারা উভয় দিকেই সংকটে পড়েছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

তন্ময় নন্দী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram Elephant Attack: আম, কাঁঠালের গন্ধে লক লক করছিল জিভ, ভোর হতেই যা করল হাতির দল, কূলকিনারা পাচ্ছেন না ঝাড়গ্রামবাসীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল