প্রিন্সিপাল ম্যাজিস্ট্রেট অফ জেজেবি (জুভেনাইল জাস্টিস বোর্ড) ঝাড়গ্রাম, অলকানন্দা সরকার (৫৬) মারা গেলেন মঙ্গলবার। নিজের আবাসন থেকে মৃত অবস্থায় উদ্ধার হয় বিচারকের দেহ। আবাসনে একাই থাকতেন তিনি। সকালে পরিচারক বাড়িতে কাজে আসেন। দরজা ধাক্কা দেন। বহু ডাকাডাকি করেন। কিন্তু কেউ দরজা খোলে না।
advertisement
দরজা না খোলায় আদালত চত্বরে থাকা আবাসনে শোরগোল পড়ে যায়। ছুটে আসেন অন্যান্য আবাসিকরা। খবর দেওয়া হয় ঝাড়গ্রাম থানার পুলিশকে। এর পর ডাকা হয় দমকলকে। দমকল বাহিনী এসে আবাসনের দরজা ভেঙে দেখে, বাড়ির মধ্যে অচেতন অবস্থায় পড়ে রয়েছেন বিচারক অলকানন্দা সরকার। দ্রুত তাঁকে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসকেরা বিচারককে মৃত বলে ঘোষনা করেন।
হাসপাতাল সূত্রে খবর, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বিচারকের। পুলিশ আধিকারিক থেকে শুরু করে জেলা প্রশাসনের আধিকারিরা হাসপাতালে পৌঁছন। গোট বিষয়টা ভাল করে খতিয়ে দেখা হচ্ছে। নিহত বিচারকের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে আদালত চত্ত্বরে।
