নতুন প্রজন্মের কাছে যখন হারিয়ে যেতে বসেছিলে ছৌ সংস্কৃতি তখন এই মেলার হাত ধরে ফের নতুন প্রজন্ম ফিরছে এই সংস্কৃতিতে। দু’দিন ধরে চলা শুধু এই ছৌনাচের মেলায় জেলার প্রায় সব ছৌ দল অংশ গ্রহণ করছে। ছৌ নাচ শুধু একটা নাচ নয়। এই নাচ তৈরী হয় কোনও এক কাহিনি অবলম্বনে। এলাকার লোককথা থেকে শুরু করে বিভিন্ন সামাজিক রীতি শিল্পীরা ফুটিয়ে তোলে এই নাচের মাধ্যমে। যার ফলে নাচের পাশাপাশি সেই লোককথাও নতুন প্রজন্ম জানতে পারে।
advertisement
আরও পড়ুন: কনকনে ঠান্ডার সঙ্গে কুয়াশার দাপট! কততে নামল পারদ, জানুন ঝাড়গ্রামের আজকের আবহাওয়ার আপডেট
পাশাপাশি পর্যটকদের কাছেও এই নাচ বিশেষ জায়গা করে নিতে পারছে। ঝাড়গ্রামে ঘুরতে এসে পর্যটকরা এর স্বাদ পাচ্ছেন। সবথেকে বড় কথা শিল্পীরা এখন এই নাচ করে উপার্জনের এক বড় রাস্তা পাচ্ছেন। রাজ্য সরকারের বিভিন্ন উৎসাহী প্রকল্পর জন্য ফের এই নাচকে হাতিয়ার করে রোজগারের রাস্তা পাচ্ছেন শিল্পীরা। নতুন প্রজন্মও তাই ফের মুখোশকে তুলে নিচ্ছেন তাদের জীবিকা হিসেবে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই মেলায় অংশগ্রহণ করতে আসা এক পড়ুয়া শিল্পী জানিয়েছেন, “ছৌ নাচ হারাবে না। আমরা নতুন প্রজন্ম এর পিছনে লেগে রয়েছি। আমাদের প্রচেষ্টা চলবে।”
