TRENDING:

Chhau Dance Fair: বাংলা সংস্কৃতিকে আঁকড়ে ধরে রাখতে বিরাট আয়োজন! ছৌ বাঁচাতে মেলার আয়োজন ঝাড়গ্রামে

Last Updated:

Jhargram Chhau Dance Fair: হারিয়ে যেতে বসা ছৌ নাচের মেলা ফের ফিরিয়ে দিচ্ছে বাংলা সংস্কৃতির আঙ্গিনায়। পর্যটন মানচিত্রে ঝাড়গ্রাম স্থান করে নিলেও ঝাড়গ্রামের লাল মাটির সংস্কৃতি ছৌ নাচ তার অস্তিত্ব হারাতে বসেছিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঝাড়গ্রাম, রাজু সিং: হারিয়ে যেতে বসা ছৌ নাচের মেলা ফের ফিরিয়ে দিচ্ছে বাংলা সংস্কৃতির আঙ্গিনায়। পর্যটন মানচিত্রে ঝাড়গ্রাম স্থান করে নিলেও ঝাড়গ্রামের লাল মাটির সংস্কৃতি ছৌ নাচ তার অস্তিত্ব হারাতে বসেছিল। সেই সংস্কৃতিকে বাঁচাতে এবার মাঠে নামল ঝাড়গ্রাম জেলা ছৌ সংস্কৃতির সদস্যরা। গত দু’বছর ধরে লালমাটির ছৌ সংস্কৃতি বাঁচাতে মেলার আয়োজন করছে। ফলও মিলছে হাতে নাতে।
ছৌ নাচ
ছৌ নাচ
advertisement

নতুন প্রজন্মের কাছে যখন হারিয়ে যেতে বসেছিলে ছৌ সংস্কৃতি তখন এই মেলার হাত ধরে ফের নতুন প্রজন্ম ফিরছে এই সংস্কৃতিতে। দু’দিন ধরে চলা শুধু এই ছৌনাচের মেলায় জেলার প্রায় সব ছৌ দল অংশ গ্রহণ করছে। ছৌ নাচ শুধু একটা নাচ নয়। এই নাচ তৈরী হয় কোনও এক কাহিনি অবলম্বনে। এলাকার লোককথা থেকে শুরু করে বিভিন্ন সামাজিক রীতি শিল্পীরা ফুটিয়ে তোলে এই নাচের মাধ্যমে। যার ফলে নাচের পাশাপাশি সেই লোককথাও নতুন প্রজন্ম জানতে পারে।

advertisement

আরও পড়ুন: কনকনে ঠান্ডার সঙ্গে কুয়াশার দাপট! কততে নামল পারদ, জানুন ঝাড়গ্রামের আজকের আবহাওয়ার আপডেট

পাশাপাশি পর্যটকদের কাছেও এই নাচ বিশেষ জায়গা করে নিতে পারছে। ঝাড়গ্রামে ঘুরতে এসে পর্যটকরা এর স্বাদ পাচ্ছেন। সবথেকে বড় কথা শিল্পীরা এখন এই নাচ করে উপার্জনের এক বড় রাস্তা পাচ্ছেন। রাজ্য সরকারের বিভিন্ন উৎসাহী প্রকল্পর জন্য ফের এই নাচকে হাতিয়ার করে রোজগারের রাস্তা পাচ্ছেন শিল্পীরা। নতুন প্রজন্মও তাই ফের মুখোশকে তুলে নিচ্ছেন তাদের জীবিকা হিসেবে।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
নববর্ষের আগে রেলের 'উপহার'! কয়েক কোটি খরচে তমলুকে তৈরি হচ্ছে রেলওয়ে আন্ডারপাস
আরও দেখুন

এই মেলায় অংশগ্রহণ করতে আসা এক পড়ুয়া শিল্পী জানিয়েছেন, “ছৌ নাচ হারাবে না। আমরা নতুন প্রজন্ম এর পিছনে লেগে রয়েছি। আমাদের প্রচেষ্টা চলবে।”

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Chhau Dance Fair: বাংলা সংস্কৃতিকে আঁকড়ে ধরে রাখতে বিরাট আয়োজন! ছৌ বাঁচাতে মেলার আয়োজন ঝাড়গ্রামে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল