কেন ১৩ জানুয়ারি ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের সদস্যরা বইমেলা চাইছেন না? এর পিছনে রয়েছে ঝাড়গ্রাম তথা জঙ্গলমহলের অন্যতম বড় উৎসব মকর পরব। ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের সদস্যদের দাবি, যেহেতু ওই দিনটিতে জঙ্গলমহলের অন্যতম বড় উৎসব রয়েছে, তাই অনেকেই ঐদিন বইমেলায় অংশগ্রহণ করতে পারবেন না। আর এরই পরিপ্রেক্ষিতে তারা জেলাশাসক আকাঙ্ক্ষা ভাস্করের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা। তাদের স্মারকলিপি প্রদানের পিছনে আরও একটি কারণ রয়েছে আর সেই কারণটি হল জেলা সমস্ত কবি সাহিত্যিক ও লেখকদের যাতে বইমেলায় আমন্ত্রণ জানানো হয়।
advertisement
স্মারকলিপি প্রধানকারীদের দাবি, জঙ্গলমহলের অন্যতম বড় উৎসব মকর পরব উপলক্ষে ঝাড়গ্রাম ছাড়াও জঙ্গলমহলের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরের বহু মানুষ রয়েছেন যারা উৎসবের কারণে বাড়ি ফেরেন এবং দিন চার পাঁচেক উৎসবে মেতে থাকেন। ফলে বইমেলায় ভাটা পড়ার আশঙ্কা রয়েছে। এরই পরিপ্রেক্ষিতে দিনটি পরিবর্তন করা হলে বইমেলা সুদূর প্রসারী হবে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সোমবার ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের তরফে এমন স্মারকলিপি জমা দেওয়া হয়। যদিও জেলা প্রশাসন কী সিদ্ধান্ত নিচ্ছে তা এখনই জানা যায়নি। দেখার বিষয় জেলা সাহিত্য পরিষদের এমন স্মারকলিপির পরিপ্রেক্ষিতে বইমেলার দিন নিয়ে কোনওরকম পরিবর্তন আনে কিনা জেলা প্রশাসন।
