TRENDING:

Durga Puja 2024: ৪০০ টি স্লেটের উপর শিল্পীর হাতের তক্ষণে বিকশিত শত দুর্গা

Last Updated:

Durga Puja 2024:এক বছর ধরে স্লেট খোদাই করে তৈরি করা হয়েছে দুর্গার বিশাল চিত্র। সপরিবারে দুর্গার চিত্র খোদাই করে ফুটিয়ে তুলতে ব্যবহার হয়েছে ৪০০ টি স্লেট।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বুদ্ধদেব বেরা, ঝাড়গ্রাম : দুর্গা ঠাকুরের কথা বললেই আমাদের মনে হয় মণ্ডপের মধ্যে মাটি দিয়ে গড়া বিশাল আকৃতির দুর্গা প্রতিমা। কিন্তু কখনও কি ভাবা যায়? ছোটবেলায় অ-আ-ক-খ লেখার স্লেট খোদাই করে তৈরি হতে পারে বিশাল আকৃতির দুর্গা। কেবলমাত্র দুর্গা নয়, রয়েছে সিংহ ও মহিষাসুরও । শতাধিক ছোট ছোট স্লেটকে একসঙ্গে যুক্ত করে প্রায় এক বছর ধরে খোদাই করে ফুটিয়ে তোলা হয়েছে দুর্গার রূপ ।একইভাবে লক্ষ্মী ,গণেশ,সরস্বতী ও কার্তিকের ফুটিয়ে তোলা হয়েছে স্লেট খোদাইয়ের মধ্য দিয়ে। ঝাড়গ্রাম বেড়াতে আসা পর্যটকদের কাছে স্লেট খোদাইয়ের দুর্গা দেখার জন্য ভিড় জমে শিল্পীর কর্মশালায়।
advertisement

ঝাড়গ্রাম শহরের ঘোড়াধরা এলাকার বাসিন্দা সুবীর বিশ্বাস দীর্ঘ ৪০ বছর ধরে শিল্পী চর্চার সঙ্গে যুক্ত রয়েছেন। প্রথমে তিনি কাঠ, গাছের শিকড়, বাঁশ দিয়ে বিভিন্ন ভাস্কর্য ফুটিয়ে তুলতেন ।পরে একদিন জুতো সেলাই করাতে গিয়ে দেখেন জুতো সেলাইয়ের অস্ত্র স্লেটের ওপর শান দেওয়া হচ্ছে। তারপর তিনি তাঁর অস্ত্র ধার দেওয়ার জন্য স্লেটের ব্যবহার করতে থাকেন। ব্যবহার করতে গিয়ে দেখেন ধার দেওয়ার পরে স্লেটের মধ্যে বিভিন্ন আকৃতি ফুটে উঠছে। তারপরেই শুরু হয়ে যায় স্লেট নিয়ে শিল্পীর চর্চা। তিলে তিলে নিজেকে স্লেটের উপর দক্ষ করে তুলেছেন সুবীর। আর তার সেই দক্ষতায় বাস্তবের চেহারার রূপ নেয় বিশাল আকৃতির দুর্গা গড়ার মধ্য দিয়ে।

advertisement

প্রায় এক বছর ধরে দিবারাত্রি এক করে অসংখ্য ছোট ছোট স্লেটকে এক সূত্রে বেঁধে খোদাই করে তৈরি করেন দুর্গার চিত্র। জানা গিয়েছে, ৮ ফুট উচ্চতা এবং ৬ ফুট চওড়ার দুর্গার ছবি খোদাই করতে প্রায় ১০০টি স্লেট ব্যবহার হয়েছে। এছাড়াও লক্ষ্মী, গণেশ, কার্তিক,সরস্বতীর রূপ খোদাই করতে এক একটিতে ৬০ থেকে ৭০ টি করে স্লেট লেগেছে। প্রায় ৪০০ টি স্লেটে খোদাই করে সপরিবারে দুর্গাকে ফুটিয়ে তুলেছে ঝাড়গ্রামের সুবীর।সুবীর বিশ্বাস বলেন, “আমি মাতৃ শক্তির আরাধক । আমার পুঁথিগত বিদ্যা বেশি দূর নেই । তাই আমি শিল্পচর্চার উপর নির্ভর করেই চলতে ভালবাসি। স্লেট খোদাই করে বিভিন্ন চিত্র ফুটিয়ে তোলার কাজ আমি নিজেই শিখেছি।”

advertisement

আরও পড়ুন : রুপোর পাখায় বাতাস, রুপোর সম্মার্জনীতে ধুলো পরিষ্কার, ৩০০ বছরের সাবেক পুজোয় আজও উড়ে যায় নীলকণ্ঠ

View More

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

প্রথমে ছোট ছোট স্লেটকে খোদাই করে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি ,সাহিত্যিকের ছবিও ফুটিয়ে তুলতেন তিনি। পরে বড় দুর্গার মূর্তি তৈরির ভাবনা চিন্তা মাথায় আসে তাঁর।এর পর দীর্ঘ এক বছর ধরে ৪০০-রও বেশি স্লেট খোদাই করে দুর্গার ছবি ফুটিয়ে তোলেন তিনি। ৪০০ স্লেট খোদাই করে সপরিবারে দুর্গার ছবি ফুটিয়ে তোলার পর এবার ১০০ টি দুর্গা স্লেটর মধ্যে ফুটিয়ে তুলতে চাইছেন সুবীর।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2024: ৪০০ টি স্লেটের উপর শিল্পীর হাতের তক্ষণে বিকশিত শত দুর্গা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল