উৎসবের আবহে সোমবার তমলুকের মিলননগরের একটি সোনার দোকান ডাকাতি হয়। এরপর একদিন কেটে গেলেও দুষ্কৃতীরা অধরা। এদিকে এই ঘটনার পর থেকে এলাকার ব্যবসায়ী এবং স্থানীয় বাসিন্দারা নিরাপত্তার অভাব বোধ করছেন। সকলেই চাইছেন, বাজারে পুলিশি ব্যবস্থা জোরদার করা হোক।
আরও পড়ুনঃ পুরুলিয়ায় বসেই রাজস্থান দর্শন! জেলায় তৈরি হচ্ছে হাওয়া মহল-জল মহল, এখন থেকেই দর্শনার্থীদের ভিড়
advertisement
অন্যদিকে গতকাল ডাকাতির পর আজ ওই সোনার দোকান বন্ধ রেখেছেন ব্যবসায়ী। দোকানের সামনে হাট বসেছে। বাকি জনজীবন প্রায় স্বাভাবিক থাকলেও গতকালের ঘটনা নিয়ে আজ আর তেমন কেউই মুখ খুলতে চাইছেন না বলে খবর। তবে প্রত্যেকের দাবি, দ্রুত দুষ্কৃতীদের গ্রেফতার করুক পুলিশ। সেই সঙ্গেই বাজারে বাড়ানো হোক পুলিশের টহলদারি।
দুর্গাপুজোর সময় কষ্ট, যন্ত্রণা ভুলে আনন্দে মেতে ওঠে বাঙালি। এই উৎসবের আবহেই সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি! ২৪ ঘন্টা কেটে গেলেও দুষ্কৃতীরা অধরা। এদিকে এলাকার ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা নিরাপত্তার অভাব বোধ করছেন। বাজারে পুলিশি টহরদারি বাড়ানো হোক চাইছেন তাঁরা।