Durga Puja 2025: পুরুলিয়ায় বসেই রাজস্থান দর্শন! জেলায় তৈরি হচ্ছে হাওয়া মহল-জল মহল, এখন থেকেই দর্শনার্থীদের ভিড়
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
Durga Puja 2025: পুরুলিয়ার বুকে তৈরি হচ্ছে একটুকরো রাজস্থান। 'রুখা' মাটিতে বসেই জেলাবাসী রাজস্থানের গুরুত্বপূর্ণ নিদর্শন দেখতে পাবেন। বর্তমানে জোরকদমে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে
পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জিঃ আকাশে-বাতাসে পুজো পুজো গন্ধ। ইতিমধ্যেই দেবীপক্ষের সূচনা হয়ে গিয়েছে। দেবী দুর্গার আরাধনায় মেতে উঠেছে গোটা বাংলা। একে একে পুজো উদ্বোধন হচ্ছে। এই বছর যেমন বড় চমক দিতে চলেছে পুরুলিয়ার চকবাজার ষোল আনা কমিটির দুর্গাপুজো। এটি শহরের জনপ্রিয় পুজোগুলির মধ্যে একটি। এবার নজরকাড়া থিমে তাক লাগাতে চলেছেন তাঁরা। চকবাজার ষোলআনা কমিটি ও শক্তি সংঘ ক্লাবের যৌথ উদ্যোগে ২২৫ বছরে রয়েছে দারুণ চমক।
পুরুলিয়ার বুকে তৈরি করা হচ্ছে একটুকরো রাজস্থান। ‘রুখা’ মাটিতে বসেই জেলাবাসী রাজস্থানের গুরুত্বপূর্ণ নিদর্শন দেখতে পাবেন। বর্তমানে জোরকদমে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। তৈরি হচ্ছে হাওয়া মহল, জল মহল সহ রাজস্থানের নানা গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র।
আরও পড়ুনঃ ঘরের কাছেই হোয়াইট হাউস-লন্ডন ব্রিজ! জেলার বিগ বাজেট পুজোয় বড় চমক, কোথায় দেখা যাবে এই মণ্ডপ?
এই বিষয়ে পুজো কমিটির সদস্যরা বলেন, ২২৫ বছরে তাঁদের থিম তাক লাগিয়ে দেবে। ঘরের কাছেই দেখা যাবে একটুকরো রাজস্থান। বিগত দু’মাস ধরে পুজো প্যান্ডেলের প্রস্তুতি চলছে। এছাড়াও পুজো উপলক্ষে তাঁদের মন্দির সংস্কার করা হচ্ছে। সবমিলিয়ে, মানুষের মধ্যে বিরাট উচ্ছ্বাস চোখে পড়ছে। এছাড়াও জানা যাচ্ছে, পুজোর ক’দিন পুরুলিয়ার লোকসংস্কৃতি যেমন ছৌ, ঝুমুর নৃত্য ও লোকগীতি উপস্থাপন করা হবে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুরুলিয়ার বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম চকবাজার ষোলআনা কমিটির দুর্গাপুজো। ২২৫ বছরে নজরকাড়া থিমে সকলের নজর কাড়তে চলেছেন তাঁরা। প্রস্তুতির সময় থেকেই মানুষের ভিড় দেখা যাচ্ছে। সকলেই এই পুজো মণ্ডপ দর্শনের অপেক্ষায় রয়েছেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 23, 2025 4:49 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: পুরুলিয়ায় বসেই রাজস্থান দর্শন! জেলায় তৈরি হচ্ছে হাওয়া মহল-জল মহল, এখন থেকেই দর্শনার্থীদের ভিড়