Road Accident: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ওই ব্যক্তি সাইকেলে চেপে বাজার থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময় একটি মালবাহী গাড়ি দ্রুতগতিতে এসে তাঁকে ধাক্কা মারে। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি।
দক্ষিণ ২৪ পরগনা, জয়নগর ,সুমন সাহাঃ বেপরোয়া গাড়ির ধাক্কায় জয়নগরে এক ব্যক্তির মৃত্যু। সাইকেলে চেপে বাড়ি ফেরার পথে একটি মালবাহী ছোট গাড়ির ধাক্কায় রাস্তায় পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়। জয়নগর থানার ঢোষা বাজারের কাছে ঘটনাটি ঘটেছে। মৃত ব্যক্তির নাম অরুণ চক্রবর্তী, বাড়ি জয়নগর থানার ঢোষা চন্দনেশ্বর পঞ্চায়েতের পূর্ব চন্দনেশ্বর গ্রামে।
ধৃত মালবাহী গাড়ি
advertisement
এই ঘটনার পর স্থানীয় মানুষজন ঘাতক গাড়িটিকে আটকায়। উত্তেজিত জনতা বিক্ষোভ দেখাতে শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে জয়নগর থানার পুলিশ ও ঢোষা ক্যাম্পের পুলিশ। তাঁরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ওই ঘাতক গাড়ি বাজেয়াপ্ত করে। সেই সঙ্গেই গাড়ির চালককে গ্রেফতার করে জয়নগর থানায় নিয়ে আসা হয়। ধৃত ব্যক্তির নাম এম ডি সাহিদ (৩১), বাড়ি কলকাতার চিৎপুর থানা এলাকায়।
ধৃতকে জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করে জয়নগর থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে তদন্তের কাজও শুরু করা হয়েছে। অন্যদিকে পরিবারের কাছে এই খবর এসে পৌঁছলে তাঁরা কান্নায় ভেঙে পড়েন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অরুণবাবু সাইকেলে চেপে বাজার থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময় একটি মালবাহী গাড়ি দ্রুতগতিতে এসে ওই ব্যক্তিকে ধাক্কা মারে। স্থানীয় মানুষজন সঙ্গে সঙ্গে ছুটে আসেন। ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷