এই ঘটনার পর স্থানীয় মানুষজন ঘাতক গাড়িটিকে আটকায়। উত্তেজিত জনতা বিক্ষোভ দেখাতে শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে জয়নগর থানার পুলিশ ও ঢোষা ক্যাম্পের পুলিশ। তাঁরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ওই ঘাতক গাড়ি বাজেয়াপ্ত করে। সেই সঙ্গেই গাড়ির চালককে গ্রেফতার করে জয়নগর থানায় নিয়ে আসা হয়। ধৃত ব্যক্তির নাম এম ডি সাহিদ (৩১), বাড়ি কলকাতার চিৎপুর থানা এলাকায়।
advertisement
ধৃতকে জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করে জয়নগর থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে তদন্তের কাজও শুরু করা হয়েছে। অন্যদিকে পরিবারের কাছে এই খবর এসে পৌঁছলে তাঁরা কান্নায় ভেঙে পড়েন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অরুণবাবু সাইকেলে চেপে বাজার থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময় একটি মালবাহী গাড়ি দ্রুতগতিতে এসে ওই ব্যক্তিকে ধাক্কা মারে। স্থানীয় মানুষজন সঙ্গে সঙ্গে ছুটে আসেন। ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।






