পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের গ্রামের এক কৃষক, প্রথাকথিত ধান বা অন্যান্য চাষের পরিবর্তে বেশ কয়েক একর জায়গা জুড়ে দামি এই ফল ফলিয়ে লাভের দিশা দেখাচ্ছেন কৃষকদের। কৃষি জগতে, এলাকার দিলীপ ভুঁইয়া এখন এক ব্যতিক্রমী নাম। মাত্র ১ একর জমির উপর গড়ে তুলেছেন এক অভিনব আমবাগান, যেখানে মিলছে দেশি-বিদেশি প্রজাতির একের পর এক আম। যার বাজার দরও রয়েছে বেশ। শুধু তাই নয় বিদেশি প্রজাতির একাধিক আমও রয়েছে তার এই বাগানে।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
যেন এক টুকরো জাপানের বাগান মেদিনীপুরের এই ডেবরাতে। কারণটা খুব সাধারণ।দিলীপবাবুর এই বাগানে রয়েছে জাপানি প্রজাতির মিয়াজাকি আম। যার বাজার দর লক্ষাধিক টাকা বলে মানুষের মুখে মুখে প্রচারিত। বিদেশি মিয়াজাকি আম, যার ফলন এবার সবচেয়ে বেশি হয়েছে। তবে এটিই একমাত্র নয়, বাগানে রয়েছে ডকমাইন, আম্রপালি, ফজলি, তোতাফুলি, অ্যালফ্যানসো সহ ১৭-১৮ ধরনের দেশি ও বিদেশি আমের গাছ। প্রতিটি গাছই বিশেষ যত্নে পরিচর্যা করা হচ্ছে। ইতিমধ্যেই এই গরমের মরশুমে গাছে ঝুলছে একাধিক প্রজাতির আম। গোটা বাগান ঘুরে দেখলে যেন এক শান্তি মিলবে।
শুধু আম নয়—প্রায় তিন একর জায়গা জুড়ে রয়েছে নানা ধরনের দেশি ও বিদেশি ফলের গাছ, যেগুলোর যত্নে সারাবছর কয়েকজন কর্মচারী সর্বক্ষণ নিয়োজিত। নিজের স্বনির্ভর হয়েছেন তা নয় অন্যদের দিয়েছেন কর্মসংস্থান।দিলীপ ভুঁইয়ার এই অনন্য উদ্যোগ এখন অনেক কৃষকের কাছে অনুপ্রেরণা। অনেকেই আসছেন তাঁর বাগান দেখতে, পরামর্শ নিতে। স্বাভাবিকভাবে প্রান্তিক এলাকায় থেকেও বিভিন্ন প্রজাতির আম এবং ফলের চাষ করে, কৃষিকাজে এক নতুন দিশা দেখিয়েছেন তিনি।
রঞ্জন চন্দ