সংশোধিত ওয়াকাফ আইনের বিরোধিতায় গত এপ্রিল মাসে উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদের সামশেরগঞ্জ সহ লাগোয়া বেশ কিছু এলাকা৷ সেই অশান্তির জেরেই গত ১২ এপ্রিল সামশেরগঞ্জের চাপড়াবাঁধ এলাকার বাসিন্দা হরগোবিন্দ দাস এবং তাঁর ছেলে চন্দন দাসকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। এলাকায় ব্যাপকভাবে হিংসা ও অশান্তির সৃষ্টি হয়।
এর পরেই রাজ্য সরকারের পক্ষ থেকে সিট গঠন করা হয়। এই ঘটনায় মূল অভিযুক্ত সহ মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়। বিচারপ্রক্রিয়া চলার পর আজ সোমবার শুনানি শেষে অভিযুক্তদের দোষী সাব্যস্ত করা হয়। মঙ্গলবার তাদের শাস্তি ঘোষনা করবেন বিচারক।
advertisement
সরকারি আইনজীবী সমীর চট্টোপাধ্যায় জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে গণপিটুনি, লুঠ, প্রাণঘাতী অস্ত্র নিয়ে হামলা সহ ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা করে পুলিশ৷ অভিযুক্তদের বিরুদ্ধে যে যে ধারায় মামলা করা হয়েছে, তার মধ্যে দুটি ধারায় অভিযুক্তদের মৃত্যুদণ্ডও হতে পারে বলে জানিয়েছেন সরকারি আইনজীবী৷
