কথিত আছে বহু বছর আগে ট্রেনে করে অন্ডাল থেকে দেওঘরে যাচ্ছিলেন বামা ক্ষ্যাপা। টিকিট না থাকায় জামুরিয়ার ইকরা গ্রামে ট্রেন থেকে নামিয়ে দেয় টিকিট পরীক্ষক । রেল লাইনের ধারে পুকুর পাড়ে গাছ তলায় বসে পড়েন বামা ক্ষ্যাপা । পরের দিন পাশে অবস্থিত সিঙ্গারন নদী ধারে মায়ের পুজো শুরু করেন তিনি । সেদিন থেকে আজও নিয়ম রীতি মেনে চলছে পুজো ।
advertisement
এখানে মা শ্মশান কালী রূপেই পুজিত হন।পুজোর দিনে এখানে প্রচুর ভক্তের সমাগম হয়।এমনকী, দুর দুরান্ত থেকে ভক্তরা আসেন।। আগে লন্ঠন জালিয়ে পূজা হলেও এখন বিদ্যুৎ আসার জন্য বাল্ব জালিয়ে পুজো হয় । আর সিঙ্গারন নদীর জলের ব্যবহারও এখন হয় না । কারণ ইকরা শিল্প তালুক হওয়ার পর নদীর জল এত দূষিত হয়েছে যে তা ব্যবহারের অযোগ্য । তাই এখন পুরসভার জলই ব্যবহার করা হয় ।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 27, 2016 6:15 PM IST