সিউড়ি থানায় জামাই ষষ্ঠী স্পেশাল - লুচী , আলুর দম , আম , লিচু , মিষ্টি দিয়েই শুরু হলো জামাই ষষ্ঠীর সকালের ভোজন। জামাই ষষ্ঠীর দিনও তাঁরা অনড় নিজের কাজে। মেলেনি বাড়ি যাওয়ার ছুটি। একটু হলেও মন খারাপ পুলিশ জামাইদের। তাই তাঁদের কথা মাথায় রেখেই জামাই ষষ্ঠীর সকালে সিউড়ি থানাতেই আয়োজন করা হলো জামাই ষষ্ঠী স্পেশাল খাওয়া দাওয়া ও ছোট্ট অনুষ্ঠানের। বাড়িতে না যেতে পেরেও এই জামাই আদরে বেশ খুশি পুলিশকর্মীরা।
advertisement
সাদা পাঞ্জাবী পরে জামাই স্পেশালে পুলিশ কর্মীরা একসঙ্গে একত্রিত। থানায় আগতদের পরিষেবা দেওয়ার পাশাপাশি হলো পুলিশ কর্মীদের গলায় গানও। সিউড়ি থানার আইসি সেখ মহম্মদ আলি বলেন, "বাঙালিদের তেরো পার্বণের মধ্যে জামাই ষষ্ঠীও একটা পার্বণ। আমরা অন্যান্য অনুষ্ঠান যেমন ডিউটির মধ্যে থেকেই পালন করি, ঠিক তেমনই আজকের দিনেও আমরা বাড়ি যেতে পারিনি। সেই জন্যই আজ জামাই ষষ্ঠীতে আমরা একসঙ্গে হয়েছি। জামাই ষষ্ঠীতে ভাল খাবার খাওয়ার যে টান সেটা আমরা থানায় থেকেই মিটিয়ে নিলাম।"
আরও পড়ুন- আদিত্য-ক্যাটরিনার পরে এবার করোনা আক্রান্ত শাহরুখ! বি-টাউনে ফের আতঙ্ক
অনুষ্ঠানে উপস্থিত পুলিশ কর্মীরা জানান , "এতো বছর চাকরি জীবনে কাজ ছাড়া এমন অনুষ্ঠান সত্যিই অভাবনীয়। জীবনের প্রতিটা মুহূর্ত আমরা জীবনের ঝুঁকি নিয়ে অন্যের জীবন রক্ষাতে উৎসর্গ করি। তবে আজকের এই বিশেষ দিনে থানায় এতো সুন্দর অনুষ্ঠান আয়োজনের জন্য আমাদের থানার বড়ো বাবু সেখ মহম্মদ আলি স্যরকে অনেক অনেক ধন্যবাদ। আজকের দিনে বাড়ি যেতে না পারলেও দিনটা স্মরণীয় হয়ে থাকবে। "