TRENDING:

কারখানায় তালা ঝুলিয়ে পগারপার মালিক! পুজোর মুখে রাতারাতি বন্ধ আয়! মাথায় হাত ১,৪০০ শ্রমিকের

Last Updated:

Tea Garden Factory Closed: এ দিন শ্রমিকরা কাজে এসে দেখতে পান বাগানের কারখানার গেট বন্ধ। বাগানের ম্যানেজার-সহ অন্যান্যরা উধাও। হইচই রব ওঠে কর্মীদের মধ্যে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নাগরাকাটা, জলপাইগুড়ি, রকি চৌধূরী: পুজোর মুখে বন্ধ হয়ে গেল নাগরকাটা বামনডাঙ্গা চা বাগান। কর্মহীন হয়ে পড়লেন ১৪০০ শ্রমিক। কয়েকদিন আগেই চা বাগানের শ্রমিকদের ২০ শতাংশ হারে পুজো বোনাস দেওয়ার অ্যাডভাইজারি জারি হয়েছিল। এতে কিছুটা হলেও স্বস্তি ফিরেছিল বাগানে। কিন্তু নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা চা বাগানে স্বস্তির বদলে নেমে এল অন্ধকার। কারণ শুক্রবার বন্ধ করে দেওয়া হল বাগানটি। স্থায়ী-অস্থায়ী মিলিয়ে প্রায় ১৪০০ জন শ্রমিক এই চা বাগানে কাজ করতেন।
পুজোর মুখে বন্ধ হয়ে গেল নাগরকাটা বামনডাঙ্গা চা বাগান
পুজোর মুখে বন্ধ হয়ে গেল নাগরকাটা বামনডাঙ্গা চা বাগান
advertisement

আরও পড়ুনঃ সাতসকালে কাজে যাওয়ার পথে নেমে এল চরম দুর্ভোগ! গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে… পিষে গেলেন ১, গুরুতর জখম ৭

এ দিন শ্রমিকরা কাজে এসে দেখতে পান বাগানের কারখানার গেট বন্ধ। বাগানের ম্যানেজার-সহ অন্যান্যরা উধাও। হইচই রব ওঠে কর্মীদের মধ্যে। কী কারণে কারখানা বন্ধ কেউ কিছুই বুঝতে পারছিলেন না। এরপর খোঁজ খবর নিয়ে জানতে পারা যায়, মালিকপক্ষ প্রশাসনকে বাগান বন্ধের লিখিত নোটিস দিয়ে বাগান ছেড়ে চলে গিয়েছেন। নোটিসে কারণ হিসেবে বলা হয়েছে, নিরাপত্তাজনিত সমস্যা।

advertisement

আরও পড়ুনঃ দেগঙ্গায় ফের ডেঙ্গি আতঙ্ক! অজানা জ্বর প্রাণ কাড়ল শিশুর, রোগ প্রতিরোধে ব্লক প্রশাসনের উদ্যোগে স্পেশাল ড্রাইভ

সূত্র মারফত জানা যায়, বাগানের ম্যানেজার সুরজিৎ গঙ্গোপাধ্যায় নাগরাকাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি জানান, শ্রমিকরা তাঁকে হেনস্থা করেন। বাগানের টন্ডু ডিভিশন থেকে অফিস পর্যন্ত দীর্ঘ রাস্তায় গাড়ি উঠতে না দিয়ে গালিগালাজ করে তাঁকে হাঁটিয়ে আনা হয় বলেও দাবি ম্যানেজারের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

তবে সূত্রের খবর, বাগানে এক পক্ষকালের মজুরি বকেয়া ছিল। তা নিয়ে সমস্যা চলছিল। এই কারণেই কি বন্ধ করে দেওয়া হল বাগান? তবে পুজোর মুখে এইভাবে রাতারাতি চাকরি চলে যাওয়ায় মাথায় হাত চা বাগানের শ্রমিকদের। এই বছর পুজো কি তবে অন্ধকারেই কাটবে ১৪০০ শ্রমিকের।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কারখানায় তালা ঝুলিয়ে পগারপার মালিক! পুজোর মুখে রাতারাতি বন্ধ আয়! মাথায় হাত ১,৪০০ শ্রমিকের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল