আরও পড়ুনঃ সাতসকালে কাজে যাওয়ার পথে নেমে এল চরম দুর্ভোগ! গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে… পিষে গেলেন ১, গুরুতর জখম ৭
এ দিন শ্রমিকরা কাজে এসে দেখতে পান বাগানের কারখানার গেট বন্ধ। বাগানের ম্যানেজার-সহ অন্যান্যরা উধাও। হইচই রব ওঠে কর্মীদের মধ্যে। কী কারণে কারখানা বন্ধ কেউ কিছুই বুঝতে পারছিলেন না। এরপর খোঁজ খবর নিয়ে জানতে পারা যায়, মালিকপক্ষ প্রশাসনকে বাগান বন্ধের লিখিত নোটিস দিয়ে বাগান ছেড়ে চলে গিয়েছেন। নোটিসে কারণ হিসেবে বলা হয়েছে, নিরাপত্তাজনিত সমস্যা।
advertisement
সূত্র মারফত জানা যায়, বাগানের ম্যানেজার সুরজিৎ গঙ্গোপাধ্যায় নাগরাকাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি জানান, শ্রমিকরা তাঁকে হেনস্থা করেন। বাগানের টন্ডু ডিভিশন থেকে অফিস পর্যন্ত দীর্ঘ রাস্তায় গাড়ি উঠতে না দিয়ে গালিগালাজ করে তাঁকে হাঁটিয়ে আনা হয় বলেও দাবি ম্যানেজারের।
তবে সূত্রের খবর, বাগানে এক পক্ষকালের মজুরি বকেয়া ছিল। তা নিয়ে সমস্যা চলছিল। এই কারণেই কি বন্ধ করে দেওয়া হল বাগান? তবে পুজোর মুখে এইভাবে রাতারাতি চাকরি চলে যাওয়ায় মাথায় হাত চা বাগানের শ্রমিকদের। এই বছর পুজো কি তবে অন্ধকারেই কাটবে ১৪০০ শ্রমিকের।