আরও পড়ুনঃ রাইড চড়তে ভালবাসেন! টয় ট্রেনে ওঠার আগে সাবধান! মনসা মেলায় কী ঘটেছে দেখুন
এই ঘটনার জন্যে ক্লিনিকের কর্ণধার চিকিৎসক কমলেশ বিশ্বাস ও তাঁর স্ত্রীকে দায়ী করে মৃত কর্মীর পরিবার। কর্মী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। রাতেই পুলিশ এসে ক্লিনিক সিল করে দিয়ে যায়। আটচল্লিশ ঘন্টার মধ্যে অভিযুক্ত চিকিৎসক ও তাঁর স্ত্রীকে গ্রেফতার ও ঘটনার ফরেনসিক তদন্তের দাবি জানায় পরিবার।
advertisement
আরও পড়ুনঃ তিস্তা নিয়ে দেদার গরু পাচার! আন্তর্জাতিক চোরাচালানের ‘রুট’ খুঁজতে নদীতে পুলিশ
চিকিৎসক ও তাঁর স্ত্রী গ্রেফতার না হলেও মঙ্গলবার ফরেনসিক বিশেষজ্ঞদের দল এসে পৌঁছয় হাকিম পাড়ার ওই ক্লিনিকে। সিল ভেঙে ক্লিনিকের ভিতরে ঢোকে পুলিশ ও ফরেনসিক বিশেষজ্ঞ দল। ক্লিনিকের ভিতরে থাকা বিভিন্ন সামগ্রী পরীক্ষা করে দেখেন ফরেনসিক টিম। পুলিশের তদন্তে সন্তোষ প্রকাশ করলেও অভিযুক্ত দম্পতিকে গ্রেফতারের দাবি জানিয়েছে পরিবার।
Suicide Disclaimer
(DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata))