TRENDING:

Jagadhatri Puja: 'বাবা হলেন বটবৃক্ষ'! সন্তানের স্বপ্নপূরণে বাবার মজবুত কাঁধের গল্প এবার জগদ্ধাত্রী পুজোয়, কোথায় হল এমন আয়োজন

Last Updated:

সন্তানের সঙ্গে মায়ের নারীর সম্পর্ক হলেও একজন সন্তানের পিছনে বাবার অবদানও কম নয়! সন্তানের জীবনে একজন বাবার ভূমিকা, একজন বাবার কঠিন লড়াইয়ের নানা চিত্র তুলে ধরা হয়েছে পুজো মণ্ডপে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ডোমজুড়, রাকেশ মাইতি: সন্তানের সঙ্গে মায়ের নারীর সম্পর্ক হলেও একজন সন্তানের পিছনে বাবার অবদানও কম নয়! সন্তানের জীবনে একজন বাবার ভূমিকা, একজন বাবার কঠিন লড়াইয়ের নানা চিত্র তুলে ধরা হয়েছে পুজো মণ্ডপে। পুজো মণ্ডপে এমন থিম দেখেতেই বিস্তীর্ণ এলাকার মানুষ আগ্রহ দেখাচ্ছে মণ্ডপ দর্শনে।
advertisement

এ বছর ৩৯ তম বর্ষে পদার্পণ করল হাওড়ার ভাস্কর সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটি। সামাজিক বার্তাকে সামনে রেখে তাঁদের এবারের থিম ‘স্রষ্টা’। সমাজে অবহেলিত থেকে যাওয়া একজন বাবার ভূমিকা, তাঁর নিরলস পরিশ্রম, আত্মত্যাগ এবং সন্তানের স্বপ্নপূরণের পেছনে তাঁর মজবুত কাঁধের গল্পই ফুটে উঠেছে মণ্ডপে।

আরও পড়ুন: গাড়িতে চা শ্রমিকদের দল, আচমকা বেড়ে গেল নদীর জল! চালকের উপস্থিত বুদ্ধি বাড়ি ফেরাল সকলকে

advertisement

View More

মণ্ডপ নির্মাণে ব্যবহার করা হয়েছে সাধারণ উপকরণ নারকেল দড়ি, বাঁশ, কাঠ, টিন সহ নিত্যদিনের জিনিস। শিল্পীদের সৃজনশীল ছোঁয়ায় এই সামগ্রীগুলো এক অনন্য আবহ তৈরি করেছে। প্রতিটি কোণ সাজান হয়েছে এমনভাবে, যেন দর্শনার্থীরা অনুভব করতে পারেন একজন সাধারণ বাবার কঠিন সংগ্রাম, ঘাম, দায়িত্ব আর সন্তানের হাসির জন্য তাঁর নীরব লড়াই।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

পুজো কমিটির সভাপতি সৌরভ চট্টোপাধ্যায় জানান, “দুর্গাপুজোর আগেই আমাদের কাজ শুরু হয়ে যায়। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের ভাবনারও পরিবর্তন হচ্ছে। তাই আমরা থিমে চেয়েছি সমাজের দৃষ্টি আকর্ষণ করতে সেই মানুষটির দিকে, যিনি সংসারের স্তম্ভ হয়েও চিরদিন থেকে যান নীরবতার আড়ালে।”

advertisement

আলোকসজ্জা, শিল্পীদের সূক্ষ্ম কাজ, এবং আবেগঘন দৃশ্যায়ন—সব মিলিয়ে এবারের ভাস্কর সার্বজনীন জগদ্ধাত্রী পুজো দেখতে ভিড় জমছে ব্যাপকভাবে। পুজো কমিটির আশা, যেমনভাবে তাঁরা চিন্তা করেছেন, বার্তাটিও তেমনভাবেই পৌঁছে যাবে সবার মনে।

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘার কাছেই শত শত বছরের পুরোন রাজবাড়ি, হোমস্টেতে থাকুন রাজকীয় আদবকায়দায়, ভোজনও এলাহি
আরও দেখুন

স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পথচলতি দর্শনার্থীদের মধ্যে ইতিমধ্যেই উচ্ছ্বাস লক্ষণীয়। অনেকের মতে, এ ধরনের থিম সমাজের চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানকার দর্শনার্থীরা বলছেন, বাবাকে নিয়ে থিম খুব কম হয়। এ যেন এক অন্যরকম শ্রদ্ধার বার্তা।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jagadhatri Puja: 'বাবা হলেন বটবৃক্ষ'! সন্তানের স্বপ্নপূরণে বাবার মজবুত কাঁধের গল্প এবার জগদ্ধাত্রী পুজোয়, কোথায় হল এমন আয়োজন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল