চন্দননগরের জগদ্ধাত্রী পুজো জগৎবিখ্যাত হয়েছিল অনেক আগেই। জগদ্ধাত্রী পুজোর আলো, উচ্চ প্রতিমা দেখতে লাখো মানুষের ভিড় হয় সাবেক ফরাসডাঙায়। জগদ্ধাত্রী পুজোর প্রধান আকর্ষণই থাকে শোভাযাত্রা। লরি আলো দিয়ে সাজানো, সুসজ্জিত প্রতিমা নানা ধরনের বাজনা এই শোভাযাত্রার আকর্ষণকে বহুগুণ বাড়িয়ে দেয়। রাজপথে সেই শোভাযাত্রা দেখতে ভিড় জমান লাখো মানুষ। যারা বাইরে থাকেন এমনকি বিদেশে থাকেন তারাও যাতে সরাসরি সেই শোভাযাত্রা দেখতে পান সেই কারণে এবারই প্রথম সম্প্রচারের ব্যবস্থা করেছে চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটি। চন্দননগর স্ট্যান্ড রোড এবং তালডাঙ্গায় দুটি সেটা বসানো হয়েছে যেখান থেকে কেন্দ্রীয় কমিটির ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হচ্ছে শোভাযাত্রার। অনেক মানুষ আছেন যারা হয়তো শোভাযাত্রা দিন আসতে পারেন না অথবা যারা বিদেশে থাকেন তাদের জন্যই এই ব্যবস্থা চালু হচ্ছে।
advertisement
আরও পড়ুন: শাড়ি, সিঁদুর, মাথায় ঘোমটা! মহিলা সেজে পুরুষরা মায়ের বরণ করেন! রইল বিশেষ ভিডিও
চন্দননগর জগদ্ধাত্রী পুজোর কেন্দ্রীয় কমিটির নিয়ন্ত্রণে ১৭৭ টি পূজো কমিটি রয়েছে।যার মধ্যে শোভাযাত্রায় অংশ নিয়েছে ৬৯ টি পুজো।লরি থাকবে ২৪৫ টি।চন্দননগরের বিখ্যাত এই আলোকে বলে মেকাট্রনিক্স আলো। মেকানিক্যাল ও ইলেকট্রনিক্স সংমিশনের তৈরি এই আলো যা ঐতিহ্য চন্দননগরের। নিরঞ্জনের শোভাযাত্রার এই একটি দিনের জন্যই সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ।
রাহী হালদার