TRENDING:

Jagaddhatri Puja 2024: ডাকের সাজেও থিমের ছোঁয়া! বনকাপাসীর শিল্পীদের শোলার সাজে মা জগদ্ধাত্রী 

Last Updated:

Jagaddhatri Puja 2024: চন্দননগরের জগদ্ধাত্রী পুজো মানেই আলোর চমক, অভিনব মণ্ডপসজ্জা ও ডাকের সাজের সুবিশাল সাবেকি প্রতিমা। বর্তমান সময়ে সাবেকি প্রতিমা ও তার সাজসজ্জা মধ্যে দিয়ে সাবেকিআনা ও থিমের অভিনব মেলবন্ধন ঘটিয়েছেন পূজা উদ্যোক্তারা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: চন্দননগরের জগদ্ধাত্রী পুজো মানেই আলোর চমক, অভিনব মণ্ডপসজ্জা ও ডাকের সাজের সুবিশাল সাবেকি প্রতিমা। নিজেদের আকর্ষণীয় থিম ও আলোর জন্য আগে থেকেই বিখ্যাত ছিল চন্দননগরের জগদ্ধাত্রী পুজো। তবে এই বর্তমান সময়ে সাবেকি প্রতিমা ও তার সাজসজ্জা মধ্যে দিয়ে সাবেকিআনা ও থিমের অভিনব মেলবন্ধন ঘটিয়েছেন পূজা উদ্যোক্তারা।
advertisement

জগদ্ধাত্রী পুজোয় থিমের ছোঁয়া লেগেছে সর্বত্র। মন্ডপ থেকে আলোকসজ্জা কিংবা প্রতিমার সাজসজ্জা সবেতেই রয়েছে থিমের পরশ। চন্দননগরের বেশিরভাগ বারোয়ারি তাদের প্রতিমা হয় সাবেকি। তবে প্রতিমার সাজে থাকছে থিমের ছোঁয়া। সাবেকি প্রতিমার মধ্যে শোলার ডাকের সাজের মধ্যে দিয়ে ফুটে উঠছে পৌরাণিক কাহিনী, কৃষ্ণ লীলা থেকে মহিষ মর্দিনী সে সকল গল্প। শোলার গ্রাম হিসেবে বিখ্যাত পূর্ব বর্ধমানের বনকাপাসী গ্রামের শিল্পীদের হাতে তৈরি হয়েছে সেইসব ডাকের সাজ।

advertisement

চন্দননগরের অন্যতম ঐতিহ্য হলো প্রতিমার গায়ে সোলার ডাকের সাজ। বনকাপাসী গ্রামের শিল্পীরাই প্রতিবছর তৈরি করেন চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর বেশিরভাগ প্রতিমার সোলার সাজ। সেই সাজের মধ্যেই এবার ফুটে উঠছে বিভিন্ন থিম। মূলত ২০২১ সাল থেকে চন্দননগরের প্রচলন বেড়েছে হয়েছে শোলার সাজের মধ্যে থিমের এই অভিনব ভাবনা। যেখানে প্রতিমার ডাকের সাজের মধ্যেই থাকছে শিব পুরাণ থেকে কালিকা কথা কৃষ্ণ লীলা এই সমস্ত পৌরাণিক কাহিনীর ছোঁয়া।

advertisement

আরও পড়ুনঃ KKR News: হাত কামড়াচ্ছে কেকেআর! এ কী ভুল হয়ে গেল! ফল ভুগতে হবে নাইটদের?

View More

বনকাপাসী গ্রামের প্রায় সিংহভাগ শিল্পী এখন উপস্থিত রয়েছেন চন্দননগরে। প্রতিমার সাজ তার চালচিত্র এই সমস্ত শোলার কাজ তারা তৈরি করে নিয়ে আসেন তাদের গ্রাম থেকেই। চন্দননগরে এসে শুরু হয় এই গ্রাম থেকে তৈরি করে নিয়ে আসা ভাগ ভাগ করা সোলার কাজগুলিকে একত্রিত করে প্রতিমার গায়ে পড়ানো। ডাকের সাজ মা জগদ্ধাত্রী গায়ে পড়ানোর পর অপরূপ শোভা বৃদ্ধি পায় সমস্ত প্রতিমার। যদিও ডাকের সাজ তার সাথেও জুড়েছে এবারে থিম। ডাকের সাজের অভিনব থিম নজর কাড়ছে দর্শনার্থীদেরও।

advertisement

রাহী হালদার

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jagaddhatri Puja 2024: ডাকের সাজেও থিমের ছোঁয়া! বনকাপাসীর শিল্পীদের শোলার সাজে মা জগদ্ধাত্রী 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল