অশোকনগর কল্যাণগড় এলাকায় মোট ১৯টি জগদ্ধাত্রী পুজো হয়। সেই জায়গায় দাঁড়িয়ে যেহেতু এই সংকীর্ণ এলাকায় এত মানুষের আগমন ঘটবে, তাই বাড়তি নিরাপত্তার জন্যই আগাম বৈঠকে বসল জেলা প্রশাসন। এদিন অশোকনগর কল্যাণগড় পৌরসভায় জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে এটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। যেখানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি তথা অশোকনগরের বিধায়ক নারায়ন গোস্বামী, জেলার পুলিশ সুপার প্রতীক্ষা ঝারখারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার স্পর্শ নীলাঙ্গি-সহ অশোকনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক, পৌরসভার আধিকারিক ও জনপ্রতিনিধিরা।
advertisement
আরও পড়ুন- রমরমিয়ে ভাড়াবাড়িতে চলছিল মধুচক্রের আসর, পুলিশ হানা দিতেই যা দেখল…! শুনলে শিউরে উঠবেন
এদিনের বৈঠক থেকেই এবারের জগদ্ধাত্রী পুজোর মানচিত্রের উদ্বোধন করা হয়। যে ম্যাপ বাড়তি সুবিধা দেবে ঠাকুর দেখতে আসা মানুষজনদের। রাস্তাঘাট সংকীর্ণ হওয়ায় এবছর চারচাকা গাড়ি প্রবেশ করতে দেওয়া হবে না ভেতরে, বলেই জানিয়ে দেন অশোকনগরের বিধায়ক নারায়ন গোস্বামী। পাশাপাশি কিভাবে নিরাপত্তা সুনিশ্চিত করা যায় সে বিষয়েও নিজের মতামত ব্যক্ত করেন তিনি। অপরদিকে, অতিরিক্ত পুলিশ সুপার জানান, কয়েক দিন আগে বারাসতে হয়ে যাওয়া কালীপুজোয় যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল সেই একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা দেখা যাবে অশোকনগর কল্যাণগড় এর জগদ্ধাত্রী পুজোয়।
আরও পড়ুন-ভয়ঙ্কর দুঃসময় শুরু…! শুক্রের গোচরে ৩ রাশির চরম আর্থিক সঙ্কট, অশুভ প্রভাবে জীবন ছারখার!
নিরাপত্তার জন্য পিঙ্ক পুলিশ থেকে শুরু করে সাদা পোশাকের পুলিশও যেমন থাকবে পাশাপাশি মহিলাদের সুরক্ষার জন্যও থাকবে বিশেষ দল। ন’তারিখ অর্থাৎ শনিবার থেকেই উদ্বোধন শুরু হয়ে যাবে পুজো গুলির। ফলে নানা প্রান্ত থেকে আগত মানুষজন ভিড় জমাবেন এই এলাকায়। তাদের যাতে কোনওরকম সমস্যার সম্মুখীন হতে না হয় তার জন্য জেলা প্রশাসনের তরফ থেকে সবরকম ভাবে চেষ্টা চালানো হবে বলেও এদিন বৈঠক থেকে জানিয়ে দেওয়া হয়। সব মিলিয়ে এবার জগদ্ধাত্রী পুজোর আগেই নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে তৎপর-বারাসত জেলা প্রশাসন।
Rudra Narayan Roy