TRENDING:

Jagadhatri Puja 2024: ৫৬ প্রজাতির ৮ হাজার গাছে জগদ্ধাত্রী পুজো মণ্ডপ, জেনে নিন কোথায়

Last Updated:

Jagadhatri Puja 2024: ৫৬ প্রজাতির গাছ দিয়ে তৈরি হয়েছে জগদ্ধাত্রী পুজো মন্ডপ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: জগদ্ধাত্রী পুজোতে সবুজায়নের বার্তা নিয়ে হৈমন্তিকার আরাধনে মেতেছে চন্দননগর উর্দিবাজার জগদ্ধাত্রী পুজো কমিটি। ৬২ তম বর্ষে ৮ হাজার গাছের সমরাহে সবুজের মাঝে কোরানের সাজে থিম তুলে ধরেছে চন্দননগর উর্দিবাজার সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটি। চারা গাছ থেকে বৃক্ষ তাই দিয়েই গড়ে উঠেছে তাদের মন্ডপ। তা দেখতে পঞ্চমী থেকেই ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। ৫৬ প্রজাতির গাছ দিয়ে তৈরি হয়েছে গোটা মন্ডপ। সেখানে শোভা পাচ্ছে মাশরুম ,সবেদা, বাহারি নারকেল গাছ থেকে বিভিন্ন রকমের উদ্ভিদ।
advertisement

দিন দিন যেভাবে উন্নয়ন করতে গিয়ে মানুষজন কংক্রিটেড জঙ্গল গড়ছে গাছ কেটে তাতে সমস্যায় পড়ছে প্রকৃতি। বৃক্ষ ছেদনের ফলে প্রকৃতির নিয়মের বিচ্ছেদ ঘটছে প্রতিদিন প্রতিনিয়ত। যার ফল স্বরূপ গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে, বাতাসে বেড়েছে দূষণের পরিমাণ এসবের ভুক্তভোগী হবে মানুষ ও অন্যান্য জীব। তাই পরিবেশ বাঁচাতে গাছ লাগানো যে কতটা জরুরী সেই বার্তা নিয়েই মন্ডপ তৈরি করেছেন পুজো উদ্যোক্তারা।

advertisement

আরও পড়ুন: ডাকের সাজেও থিমের ছোঁয়া! বনকাপাসীর শিল্পীদের শোলার সাজে মা জগদ্ধাত্রী

আরও পড়ুন: ২৫০ বেনারসিতে সেজেছেন ভদ্রেশ্বরের তেঁতুলতলার ‘বুড়িমা’, পুজো শেষে এই শাড়ি যায় কোথায়? অদ্ভুত কাহিনী জানুন

View More

পুজো কমিটির সভাপতি অরুন চট্টোপাধ্যায় বলেন, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে পরিবেশ রক্ষা করা। আর তার জন্যই পরিবেশবান্ধব মন্ডপ নির্মাণ করা হয়েছে। যে হারে মানুষ বৃক্ষ নিধন করে চলেছে তাতে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রভাবে ভারসাম্য হারাচ্ছে প্রকৃতি। তাই প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে গাছ লাগানোর প্রয়োজন। আমাদের এই উদ্যোগ। গোটা মন্ডপ জুড়ে প্রায় ৫৬ প্রজাতির গাছ ব্যবহার করা হয়েছে। প্রতিমাতেও রয়েছে থিম। কখনও সমুদ্রমন্থন, কখনও রামায়ণের পৌরাণিক কাহিনী ফুটে উঠেছে তাদের প্রতিমার সাজের শিল্পে। এ বছর হয়নি তার ব্যতিক্রম মহিষমর্দিনীর কাহিনী ফুটে উঠেছে প্রতিমার সাজের মধ্যে দিয়ে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

রাহী হালদার

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jagadhatri Puja 2024: ৫৬ প্রজাতির ৮ হাজার গাছে জগদ্ধাত্রী পুজো মণ্ডপ, জেনে নিন কোথায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল