পুরুলিয়ার এই জগদ্ধাত্রী পুজোর ভোগেও থাকে বিশেষত্ব। মঙ্গলবার এই পুজোর সপ্তমী, অষ্টমী ও নবমী তিথিতে দেবীকে বিশেষ ভোগ নিবেদন করা হয়। এরই পাশাপাশি কুমারী পুজো’ও হয় এখানে। বহু দূর দূরান্ত থেকে মানুষরা ছুটে আসেন পুরুলিয়া শহরের এই পুজো দেখতে। গত ১০ বছর ধরে একইভাবে এই পুজো হয়ে আসছে। এ বছর ১১ তম বর্ষে পদার্পণ করল এই পুজো।
advertisement
আরও পড়ুন: অবশেষে কংগ্রেসের ত্রাণ পেল অগ্নিদগ্ধ দলুয়াখাকি, যদিও ঢোকা গেল না গ্রামে
পুজোর আয়োজক গৌতম রায় বলেন , এই পুজোর বিশেষত্ব হল দেবী এখানে পূজিত হন রাজরাজেশ্বরী মহারানি রূপে। দেবীর ভোগে বিশেষ বৈশিষ্ট্য থাকে। সেখানে থাকে বিভিন্ন ধরনের মিষ্টি। ১০৮ কিলো চালের পোলাও সহ নানান রকমারি পদ থাকে ভোগে। এছাড়াও এখানে চালকুমড়ো ও আখ বলি হয়। রাজা কৃষ্ণচন্দ্রের বাড়িতে যে নিয়মে জগদ্ধাত্রী পুজো হয় একইভাবে এখানে পুজো হয়ে থাকে। বিভিন্ন ধরনের গহনা দেবীকে পরানো হয়। অনেকেই মানত পূরণ হলে দেবীকে সোনার গহনা দিয়ে থাকেন।
শমিষ্ঠা ব্যানার্জি