যদিও অনেকেই দাবি জানান, ছাত্রটি মৃত্যুকালে নাবালক ছিলেন সেই জায়গা থেকে আইনত তাঁর নাম ব্যবহার করে হাসপাতালের নামকরণ করাটা কতটা যুক্তিযোগ্য? পাশাপাশি উচ্চ শিক্ষা নিতে গিয়ে ছাত্রটির রহস্য মৃত্যু হয়েছে যাদবপুর ইউনিভার্সিটি পরিচালিত হোস্টেল ক্যাম্পাসে। কাজেই নাম পরিবর্তন করতে হলে যাদবপুর ইউনিভার্সিটি পরিচালিত কোনও আবাসিক হস্টেল বা কক্ষের নাম পরিবর্তন করা হোক।
advertisement
আরও পড়ুন: বাতের ব্যথায় কাতর! মুখে কালো দাগ-ছোপ! ডিমের খোলা ফেলে না দিয়ে ব্যবহার করুন! জানুন পদ্ধতি
আরও পড়ুন:
প্রসঙ্গত, কিছুদিন আগে যাদবপুর বিশ্ববিদ্যালয় বাংলা বিষয় নিয়ে পড়াশোনা করতে গিয়ে হোস্টেলের ছাদ থেকে নিচে পড়ে রহস্য মৃত্যু হয় বগুলার বাসিন্দা এক মেধাবী ছাত্রের। এরপরই র্যাগিংয়ের অভিযোগ উঠে আসে। এবং দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল হয়ে ওঠে কলকাতা যাদবপুর, নদিয়ার বগুলা সহ রাজ্যের বিভিন্ন এলাকা। এক জোটে পথে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন ছাত্র শিক্ষক সমাজ থেকে শুরু করে বুদ্ধিজীবী মহলের একাংশ। পরিস্থিতি সামাল দিতে তদন্তে নেমে বেশ কয়েকজনকে আটক ও গ্রেফতার করে পুলিশ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মৃত ছাত্রের পরিবার সম্প্রতিকালে নবান্নে গিয়ে দেখা করেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। সেই সূত্র ধরে নদীয়ার বগুলা গ্রামীণ হাসপাতালটি মৃত ছাত্রের নামে নামাঙ্কিত করার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার।
Mainak Debnath