তবে সবথেকে বেশি এই এলাকায় ফলন হয় পেয়ারা। বারুইপুরের পেয়ারা মানে অনেকের কাছেই আবেগ। বারুইপুরের পেয়ারা দেশ-বিদেশে রফতানির ফলে যথেষ্ট খ্যাতি অর্জন করেছে। ইতিমধ্যে আর এই পেয়ারা জিআই স্বীকৃতি পাওয়ার জন্য আবেদন করা হয়েছে। জি আই তকমা পেলে এই পেয়ারার চাহিদা যে আরও বাড়বে এবং পেয়ারা চাষের সঙ্গে যুক্ত চাষিরা ভালদাম পাবে বলে আশা করা হচ্ছে।
advertisement
ভোটে জেতার পর নবনির্বাচিত যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ বারুইপুর কিষান মান্ডিতে এলেন। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে নবান্নের প্রশাসনিক বৈঠকে বলেছিলেন কোল্ড স্টোর ও ফুড প্রসেসিং করবেন বলেছিলেন। তাই জায়গা দেখার জন্য কিষাণ মান্ডি আশেপাশে জমি আছে সেই জমি পরিদর্শনে আসেন যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ।
পরিদর্শনে এসে যাদবপুরের সাংসদ বলেন,ভোটের আগে এই সমস্ত এলাকার চাষীদেরকে তিনি কথা দিয়েছিলেন যে ভোটে জেতার পর এই এলাকায় কোল্ড স্টোরেজ এবং ফুড প্রসেসিং করবেন। সেই মতো তিনি এলাকার পরিদর্শন করলে এবং যত সম্ভব তাড়াতাড়ি এটার ব্যবস্থা করবে বলে তিনি জানিয়েছেন।
সুমন সাহা