আরও পড়ুন: ইনকাদের নৃশংসতা আজও যায়নি, স্রেফ মজার জন্য লোহার তিরে বিদ্ধ ষাঁড়!
মাউন্ট ধৌলাগিরির উচ্চতা ৮১৬৭ মিটার। আইটিবিপির হয়েই বাঁকুড়ার বিমান বিশ্বাস এই পর্বত অভিযানে গিয়েছিলেন। কিন্তু তাঁর এক সহ অভিযাত্রী সেরিব্রাল এডিমা (পর্বতের বিশেষ রোগ)-তে আক্রান্ত হওয়ায় ৮০০০মিটার উঠেও অভিযান শেষ না করে ফিরে আসতে বাধ্য হন। সেই সময় নিজের অক্সিজেন সহ অন্যান্য জিনিস সহকর্মীর প্রাণ বাঁচাতে দিয়ে দিয়েছিলেন। ফলে ৫ দিন মাইনাস ৬০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে থাকতে হয়। আর তাতেই ফ্রস্ট বাইটে বিমান বিশ্বাসকে হারাতে হয় ডান হাতের পাঁচটি, বাঁ হাতের তিনটি এবং পায়ের কয়েকটি আঙল। এত বড় শারীরিক এবং মানসিক ধাক্কার পরও থেমে থাকেননি তিনি। এরপর বেছে নেনপ্যারা ক্লাইম্বিং-কে।
advertisement
শুশুনিয়া পাহাড়ের কোলে শুরু হয়েছিল বিমান বিশ্বাসের অ্যাডভেঞ্চারের খিদে। এরপর প্রায় ২২ বছর পর্বতারোহণের সঙ্গে যুক্ত তিনি। এর মাঝে অনেক শৃঙ্গে উঠেছেন। তবে ধৌলাগিরি অভিযানে গিয়ে তাঁর যে অপূরণীয় ক্ষতি হয়ে গিয়েছে তা বিমানবাবুর মনে এতটুকু রেখাপাত করতে পারেনি। এক বছর সময় লেগেছিল ওই ধাক্কা থেকে বেরিয়ে আসতে। এখন আবার স্বাভাবিক জীবন যাপনেই ফিরে এসেছেন তিনি।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
২০১৭ সালের দুর্ঘটনার পর এক বছর সময় লেগেছিল ফিরে আসতে। তারপর আবারও পর্বত আরোহণ করেছেন তিনি। ২০২২ এবং ২০২৩ সালে রাশিয়া এবং সুইজারল্যান্ডে প্যারা ক্লাইম্বিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেন বিমান বিশ্বাস। আবারও সেই সুযোগ পেয়েছেন। এবার বিশ্বের দরবারে তিনি দেশের মুখ উজ্জ্বল করতে চান।
নীলাঞ্জন ব্যানার্জী