ভারতের শিক্ষা জগতের নবজাগরণের অন্যতম প্রবাদপ্রতিম প্রাণপুরুষ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাঁকে বলা হয় বীরসিংহের সিংহ শিশু। বর্তমানে বীরসিংহে বিদ্যাসাগরের জন্মস্থানকে সাজিয়ে তোলা হয়েছে নানা ভাবে। তবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পূর্বপুরুষদের আদি বাসস্থান ছিল হুগলি জেলার বনমালীপুরে। তবে সেখান থেকে তাঁরা পাড়ি দেন বীরসিংহ গ্রামে। এখানেই জন্মেছেন বিদ্যাসাগর। তাঁর জীবনচরিতে আছে, “বীরসিংহ গ্রামে আমার জন্ম হইয়াছে; কিন্তু, এই গ্রাম আমার পিতৃপক্ষীয় অথবা মাতৃপক্ষীয় পূর্ব্বপুরুষদিগের বাসস্থান নহে। জাহানাবাদের (অধুনা আরামবাগ) ঈশান কোণে, তথা হইতে প্রায় তিন ক্রোশ উত্তরে, বনমালীপুর নামে যে গ্রাম আছে, উহাই আমার পিতৃপক্ষীয় পূর্ব্ব পুরুষদিগের বহুকালের বাসস্থান।”
advertisement
আরও পড়ুন : কংসাবতীর জল আর লাল পলাশের মাঝে শৈশবের সহজপাঠের হাতছানি! দোলে আসুন মুসাফিরানায়
অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারে বিদ্যাসাগরের জন্ম। বাবা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় কলকাতায় স্বল্প বেতনে চাকরি করতেন। সেই কারণে ঈশ্বরচন্দ্রের শৈশব বীরসিংহেই তার মা ও ঠাকুরমার সঙ্গে অতিবাহিত হয়। এই গ্রামেই বড় হয়ে ওঠা। মেদিনীপুর থেকে কলকাতায় আসার পথে মাইলফলক দেখে শিখে ফেলেন ইংরেজি সংখ্যা। তাঁর নামের সঙ্গে জড়িয়ে গিয়েছে বীরসিংহ গ্রামের নামই। সময়ের সঙ্গে সঙ্গে ছায়ার আড়ালে চলে গিয়েছে বনমালীপুর গ্রামের নাম।