TRENDING:

South 24 Parganas News: দুর্যোগের মধ্যেই সুখবর! উপকূলবর্তী এলাকায় ২০০ নদী বাঁধ সংস্কার সেচ দফতরের

Last Updated:

সাগর, নামখানা, কুলতলি ও গোসাবায় প্রায় ২০০ নদী বাঁধ সংস্কারের উদ্যোগ নিল সেচ দফতর। সব মিলিয়ে এই দ্বীপাঞ্চলে ১১৩২ মিটার নদী বাঁধ তৈরি ও সংস্কার করা হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: জেলার প্রায় ২০০ নদী বাঁধ সংস্কারের উদ্যোগ নিল সেচ দফতর। এর মধ্যে বেশিরভাগ বাঁধ রয়েছে সাগর, নামখানা, কুলতলি ও গোসাবায়। কোথাও হচ্ছে রিং বাঁধ, কোথাও কংক্রিটের ব্লক করে ভাঙন রোধ করা হবে। কয়েক সপ্তাহ আগে সেচমন্ত্রী মানস ভূঁইয়ার সঙ্গে জেলা প্রশাসনের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। বর্ষার আগেই যতটা সম্ভব কাজ শেষ করতে মরিয়া দফতরের আধিকারিকরা।
প্রতিকি ছবি 
প্রতিকি ছবি 
advertisement

সাগরের বেশ কিছু তীরবর্তী এলাকা ভাঙন কবলিত। নদীর জলোচ্ছ্বাসে প্রায়ই সেখানকার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়। আসন্ন বর্ষাকালের মধ্যে সেখানে মেরামতির কাজ না করা গেলে একাধিক গ্রাম প্লাবিত হতে পারে বলে আশঙ্কা রয়েছে। তাই সব মিলিয়ে এই দ্বীপাঞ্চলে ১১৩২ মিটার নদী বাঁধ তৈরি ও সংস্কার করা হবে। এছাড়াও গোসাবার লাহিড়ীপুর, ছোট মোল্লাখালির মতো জায়গাতেও দুর্বল বাঁধ রয়েছে।

advertisement

আরও পড়ুন: বাংলাদেশ থেকে হু হু করে ঢুকছে একের পর এক জাহাজ! কি হল সুন্দরবনে, আতঙ্ক দানা বাঁধছে এলাকায়

সুন্দরবন উন্নয়ন দফতরের মন্ত্রী বঙ্কিম হাজরা বলেন, সেচমন্ত্রীর সঙ্গে জেলার সমস্ত ব্লকের বিডিও ও প্রশাসনিক আধিকারিকদের বৈঠক হয়েছিল বেশ কিছুদিন আগে। কোথায় বাঁধ মেরামতি প্রয়োজন, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেই মতো দফতরের থেকে কাজ শুরু করা হয়েছে। এদিকে, এখনও যেসব নদী বাঁধ ঠিক করা যায়নি, সেখানকার বাসিন্দারা কিছুটা আতঙ্কে আছেন।

advertisement

View More

“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সুন্দরবনের বেশ কিছু উপকূলবর্তী এলাকায় এমন পরিস্থিতি হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ কয়েকদিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে হওয়া অফিস। জলোচ্ছ্বাস ও অমাবস্যার কোটালে বড় ধরনের ক্ষতি হবে কি না, সেই আশঙ্কায় প্রহর গুনছেন সুন্দরবনবাসী।

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: দুর্যোগের মধ্যেই সুখবর! উপকূলবর্তী এলাকায় ২০০ নদী বাঁধ সংস্কার সেচ দফতরের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল