দেশের ৫০ টিরও বেশি শহরে আইপিএল ফ্যান পার্ক ২০২৫ তৈরি করা হচ্ছে। নদিয়ার কৃষ্ণনগর জেলা স্টেডিয়ামে দুই দিনের জন্য এই ফ্যান পার্কের আয়োজন করা হয়। স্বাভাবিকভাবেই এই ফ্যান পার্কের কারণে ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক উন্মাদনা রয়েছে। এখানে প্রবেশে কোন খরচ নেই। বড় স্ক্রিনে খেলা দেখার সুযোগ তো থাকছেই। ফ্রি এন্ট্রি কুপনের উপরে রয়েছে লাকি ড্র।
advertisement
আরও পড়ুন: হোটেলে হোটেলে হানা ফুড সেফটি আধিকারিকদের! শান্তিপুরে যা মিলল, শুনলে চমকে যাবেন আপনিও
এই সুযোগে প্রিয় ক্রিকেটারের সই করা জার্সি পেতে পারেন যে কেউ। খেলার পাশাপাশি রয়েছে সাংস্কৃতিক বিনোদন, ফুড কোর্ট ও কিডস প্লে জোন। সুযোগ রয়েছে ফেস পেইন্টিং–এর। চিয়ার-ও-মিটার, ৩৬০ ডিগ্রি ফটো বুথ–সহ নানা আকর্ষণ রয়েছে ফ্যান পার্কে। ফ্যান পার্কে আসা খুদে এক ক্রিকেটার বলে, ‘খুব ভাল লাগছে এত বড় স্ক্রিনে খেলা দেখতে। বেশ ইডেন–ইডেন ফিলিং হচ্ছে। খুব মজার। বাড়ির টিভিতে খেলা দেখলে এমনটা মনে হয় না।’ কৃষ্ণনগরের অন্য এক বাসিন্দা বলেন, ‘আমাদের শহরে এই ইভেন্ট হওয়ায় খুব ভাল লাগছে। সপরিবার দেখতে এসেছি। একেবারে অন্যরকম অভিজ্ঞতা।’
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্বাভাবিকভাবেই ক্রিকেট প্রেমীরা চাইছেন প্রত্যেক বছর আসুক কৃষ্ণনগরে, যাতে মাঠে বসে ২২ গজে খেলা দেখার মজা একটু হলেও মেটাতে পারেন তারা জেলাতে থেকেই।
Mainak Debnath





