TRENDING:

IPL Fan Pak: ইডেনে আইপিএল দেখার মজা এবার জেলাতেই! ব্যবস্থাপনা দেখলে আপনি ঘাবড়ে যাবেন

Last Updated:

আইপিএল খেলা দেখার আনন্দ এবার জেলায়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কৃষ্ণনগর: স্টেডিয়ামে গিয়ে আইপিএল দেখার সুযোগ নেই। অনেক দূরের মাঠ, তার উপরে টিকিটের দামও চড়া। তাই স্টেডিয়াম থেকে দূরে ২২ গজের মজা দিতে ফ্যান পার্ক গড়ে উঠেছে নদীয়ার কৃষ্ণনগরে। এদিন কৃষ্ণনগর জেলা স্টেডিয়ামে খেলা দেখতে প্রচুর মানুষ ভিড় জমায়। প্রতিটি চার–ছক্কার সঙ্গে সঙ্গে তুমুল উচ্ছ্বাসে ফেটে পড়ছিলেন পার্কে আসা ক্রিকেট ভক্তরা।
advertisement

দেশের ৫০ টিরও বেশি শহরে আইপিএল ফ্যান পার্ক ২০২৫ তৈরি করা হচ্ছে। নদিয়ার কৃষ্ণনগর জেলা স্টেডিয়ামে দুই দিনের জন্য এই ফ্যান পার্কের আয়োজন করা হয়। স্বাভাবিকভাবেই এই ফ্যান পার্কের কারণে ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক উন্মাদনা রয়েছে। এখানে প্রবেশে কোন খরচ নেই। বড় স্ক্রিনে খেলা দেখার সুযোগ তো থাকছেই। ফ্রি এন্ট্রি কুপনের উপরে রয়েছে লাকি ড্র।

advertisement

আরও পড়ুন: হোটেলে হোটেলে হানা ফুড সেফটি আধিকারিকদের! শান্তিপুরে যা মিলল, শুনলে চমকে যাবেন আপনিও

এই সুযোগে প্রিয় ক্রিকেটারের সই করা জার্সি পেতে পারেন যে কেউ। খেলার পাশাপাশি রয়েছে সাংস্কৃতিক বিনোদন, ফুড কোর্ট ও কিডস প্লে জোন। সুযোগ রয়েছে ফেস পেইন্টিং–এর। চিয়ার-ও-মিটার, ৩৬০ ডিগ্রি ফটো বুথ–সহ নানা আকর্ষণ রয়েছে ফ্যান পার্কে। ফ্যান পার্কে আসা খুদে এক ক্রিকেটার বলে, ‘খুব ভাল লাগছে এত বড় স্ক্রিনে খেলা দেখতে। বেশ ইডেন–ইডেন ফিলিং হচ্ছে। খুব মজার। বাড়ির টিভিতে খেলা দেখলে এমনটা মনে হয় না।’ কৃষ্ণনগরের অন্য এক বাসিন্দা বলেন, ‘আমাদের শহরে এই ইভেন্ট হওয়ায় খুব ভাল লাগছে। সপরিবার দেখতে এসেছি। একেবারে অন্যরকম অভিজ্ঞতা।’

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

স্বাভাবিকভাবেই ক্রিকেট প্রেমীরা চাইছেন প্রত্যেক বছর আসুক কৃষ্ণনগরে, যাতে মাঠে বসে ২২ গজে খেলা দেখার মজা একটু হলেও মেটাতে পারেন তারা জেলাতে থেকেই।

সেরা ভিডিও

আরও দেখুন
যাত্রী সাথী অ‍্যাপের মাধ্যমেই বুক করা যাবে অ‍্যাম্বুলেন্স! নয়া পরিষেবা চালু দুর্গাপুরে
আরও দেখুন

Mainak Debnath

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
IPL Fan Pak: ইডেনে আইপিএল দেখার মজা এবার জেলাতেই! ব্যবস্থাপনা দেখলে আপনি ঘাবড়ে যাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল