এই টুর্নামেন্টে বিজয়ীর শিরোপা অর্জন করেছে ভাই ভাই অ্যাকাডেমি। তাঁরা ঝাড়গ্রাম থেকে এই খেলায় অংশগ্রহণ করেছিলেন ও রানার্স দল বিজয়ডি কালিয়াবাসা। তাঁরা পুরুলিয়ার হুড়া থেকে এই প্রতিযোগিতায় খেলতে আসেন। বিজয়ী দলের হাতে ২৩,০০১ টাকা ও একটি ট্রফি তুলে দেওয়া হয়। রানার্স দল পেয়েছে ১৭,০০১ টাকা ও ট্রফি।
আরও পড়ুনঃ শুরু হয়ে গেল হাতি বন্ধু মেলা! নববর্ষের আগেই ৩ দিনের জমাটি আয়োজন, কার্শিয়াং বন বিভাগের অভিনব উদ্যোগ
advertisement
এই বিষয়ে কমিটির সদস্য শ্যামল কুমার মাহাতো জানান, এই প্রথমবার মহিলা ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছিলেন। সকলের যথেষ্ট সাড়া পেয়েছেন। মহিলারা কোনও অংশেই পিছিয়ে নেই, এই খেলা সেটারই প্রমাণ। প্রান্তিক এই এলাকায় মহিলা ফুটবল ক্রীড়াপ্রেমীদের মনে আরও উৎসাহ জোগাবে।
স্থানীয় বাসিন্দা জয়তী মাহাতো আবার বলেন, এর আগে কখনও মহিলা ফুটবল প্রতিযোগিতা দেখেননি। এই প্রথমবার তিনি মহিলাদের মাঠে খেলতে দেখছেন। এই খেলা দেখে ভীষণই ভাল লাগছে। মহিলারা কোনও অংশেই কম নয় তা বোঝা গেল বলেন তিনি।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বিজয়ী দলের সদস্যারা জানান, এই প্রথম পুরুলিয়ার মাটিতে ফুটবল খেলতে এসেছিলেন। এই ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাঁদের খুবই ভাল লেগেছে। দর্শকদের উৎসাহ তাঁদের মুগ্ধ করেছে। যাদের খেলাধূলার প্রতি আগ্রহ আছে, সেই সমস্ত মহিলাদের ফুটবল খেলার দিকে এগিয়ে আসার কথা বলেন তাঁরা। সব মিলিয়ে, এইদিনের এই খেলাকে ঘিরে এলাকার মানুষদের উৎসাহ উন্মাদনা ছিল তুঙ্গে। আগামীদিনে এই ধরনের খেলা হলে জঙ্গলমহলের মেয়েরাও খেলাধূলার দিকে এগিয়ে আসবে বলে মনে করছেন অনেকে।





