দেশ স্বাধীন হওয়ার ঠিক ছ’মাস আগে, ১৯৪৭ সালে বসিরহাটের বড় কালীবাড়ি পাড়ায় জন্মগ্রহণ করেন সুভাষ কুণ্ডু। পিতা সুধীরকৃষ্ণ কুণ্ডু ছিলেন একজন ব্যবসায়ী। পড়াশোনার হাতেখড়ি বসিরহাট হাই স্কুলে, এরপর বিদ্যাসাগর কলেজ থেকে পদার্থবিদ্যায় অনার্স ও রাজাবাজার সায়েন্স কলেজ থেকে এমএসসি ডিগ্রি লাভ করেন। কর্মজীবনের সূচনা হয় ১৯৬৮ সালে, বসিরহাট কলেজে পদার্থবিদ্যার শিক্ষক হিসেবে। ১৯৭১ সালে রাজনৈতিক আন্দোলনে জড়িয়ে পড়ে তাঁকে নকশাল আন্দোলনের অভিযোগে গ্রেফতার করে দমদম সেন্ট্রাল জেলে পাঠানো হয়।
advertisement
কিন্তু মুক্তির পর রাজনীতির পথ ছেড়ে তিনি আবার ফিরে আসেন পাঠদানের কাজে। ১৯৭৭ সালে তিনি যোগ দেন বসিরহাট হাই স্কুলে পদার্থবিদ্যার শিক্ষক হিসেবে। ২০০৭ সালে অবসর গ্রহণের পরেও থামেননি। নিজের বাড়িতেই গড়ে তুলেছিলেন আধুনিক ল্যাবরেটরি ও গ্রন্থাগার—‘ইনস্টিটিউট অফ ফিজিক্স’। যেখানে কোনও ছাত্রকে কখনও কোনও অর্থ দিতে হয়নি। বিনা পয়সার এই প্রতিষ্ঠান হয়ে ওঠে বসিরহাটে বিজ্ঞান শিক্ষার এক আশ্রয়স্থল।
অবসরের পর তাঁর পেনশনের বড় অংশই খরচ হয়েছে ছাত্রদের জন্য। একান্ন বছরেরও বেশি সময় ধরে নিরলসভাবে ছাত্র তৈরি করে গেছেন নিঃস্বার্থভাবে। আজ তিনি আমাদের মাঝে নেই—প্রায় চার বছর আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। কিন্তু তাঁর গড়া শত শত ছাত্র আজও বহন করে তাঁর আদর্শ, তাঁর শিক্ষা, এবং তাঁর প্রতি অশেষ কৃতজ্ঞতা।
Julfikar Molla