TRENDING:

North 24 Parganas News: আগামীদিনে এলাকায় রক্তের ঘাটতি মেটাতে স্কুলের অভিনব উদ্যোগ

Last Updated:

আগামীদিনে এলাকায় রক্তের ঘাটতি মেটাতে বসিরহাটের গাছা আখারপুর আঞ্চল হাইস্কুলের প্রতিটি ছাত্র-ছাত্রীদের সচেতন করতে অভিনব উদ্যোগ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বসিরহাট: গ্রামে রক্তের প্রয়োজন মেটাতে স্কুলের অভিনব উদ্যোগ। আপদকালীন সময়ে সুস্থ রোগীর জন্য রক্তের খোঁজ মিলতে অনেক সময় কাল ঘাম ছুটতে হয় রোগীর আত্মীয় পরিজনদের। তবে গ্রামের সাধারণ মানুষদের রক্তের প্রয়োজন মেটাতে এবার অভিনব উদ্যোগ দেখা গেল উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের সীমান্তের স্কুলে। ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া বসিরহাটের গাছা আখারপুর আঞ্চল হাই স্কুল।
advertisement

আরও পড়ুন:  অসুবিধা হলে হোক! জল সমস্যার সমাধান চাইছে নিউ ব্যারাকপুর

সীমান্ত লাগোয়া এই গ্রাম্য স্কুল একসময়ে এলাকার ছাত্র-ছাত্রীরা পড়াশোনায় একপ্রকার পিছিয়ে ছিল এবং পড়াশোনায় অনিহা ছিল। বর্তমান প্রধান শিক্ষকের তৎপরতায় স্কুলের পরিকাঠামো নতুনভাবে সাজানোর পাশাপাশি স্কুলে স্মার্ট ক্লাসের ব্যবস্থাও করা হয়েছে। আগামীদিনে এলাকায় রক্তের ঘাটতি মেটাতে স্কুলের প্রতিটি ছাত্র-ছাত্রীদের নিজে নিজে রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়েছে এবং তা নিজেদের সচিত্র পরিচয় পত্র উল্লেখ করা হয়েছে। প্রতিদিন স্কুল শুরুর আগে প্রার্থনার সময় স্কুলের ছাত্র-ছাত্রীরা রক্তের গ্রুপ অনুসারে লাইনে দাঁড়ায়। এভাবেই নিজেদের মধ্যে কার কোন রক্তের গ্রুপ তা নিজেরাই জানতে পারবে এবং আগামীদিনে একে অপরের রক্তের প্রয়োজন মেটাতে সাহায্য করবে।

advertisement

আরও পড়ুন: ইছামতির উপর ভাসমান সেতু পেতে চলেছে বনগাঁ

View More

স্কুলে তৈরি করা হয়েছে ছাত্র-ছাত্রীদের রক্তের গ্রুপ অনুযায়ী ডাটা ব্যাঙ্ক। ক্লাসে রক্তের গ্রুপ অনুযায়ী কুইজ, পাঠ্য বিষয়ের প্রশ্ন উত্তর বিতর্ক সবার আয়োজনও করা হয়। এমনকি স্কুলের কবাডি খেলা একই রক্তের গ্রুপের দল তৈরি করে। স্কুলের প্রধান শিক্ষক মুরশিদুল ইসলাম শাহীন বলেন, “সীমান্ত এলাকায় পিছিয়ে পড়া এলাকার ছাত্রছাত্রীদের মধ্যে রক্তদানের সচেতনতার মাধ্যমে আগামী দিনে এলাকায় রক্তের প্রয়োজন মেটাতে সাহায্য করবে।”

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সব মিলিয়ে হাসপাতালে ক্ষেত্রে রক্তের আকাল দেখা গেলেও প্রত্যন্ত এলাকার স্কুল থেকে যে আগামী দিনের রক্তদানের ব্রতী হিসেবে এলাকায় পথ দেখাচ্ছে তা বলাই বাহুল্য।

সেরা ভিডিও

আরও দেখুন
খাওয়া-দাওয়া, আড্ডা, এসব করতে গিয়ে মিস করেছেন প্রতিমা দর্শন? চিন্তা কীসের!
আরও দেখুন

জুলফিকার মোল্যা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: আগামীদিনে এলাকায় রক্তের ঘাটতি মেটাতে স্কুলের অভিনব উদ্যোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল