খড়দহ বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মহাদেবের আট এলাকা। ৩ দিন আগে এক বিশালাকার হনুমান আক্রান্ত হয়ে এলাকায় ছোটাছুটি করছিল। হনুমানটিকে কেউ মারধর করেছে বলে অভিযোগ। তারপর থেকেই অসুস্থ অবস্থায় এলাকার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে দেখা যায় এই হনুমানটিকে।
আরও পড়ুনঃ হাতের কাজেই বাজিমাত! মাসে হাজার হাজার টাকা উপার্জন করছেন মহিলারা, পথ দেখিয়েছে ‘এই’ শিল্প
advertisement
স্থানীয় গ্রামবাসীরা হনুমানটিকে উদ্ধার করে একটি ঘরে রেখে তাঁকে খাবার দেয়, তাঁর সেবা শুশ্রূষা করে। আহত হনুমানটিকে খাবার দিতে গিয়ে আক্রান্তও হন একজন গ্রামবাসী। জানা যাচ্ছে, অসুস্থ হনুমানটিকে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু প্রত্যেকেই বলে দেয় বন দফতর ছাড়া কিছু করতে পারবে না।
জানা গিয়েছে, ৩ দিন ধরে বন দফতরকে ফোন করে খবর দিচ্ছে গ্রামবাসী। কিন্তু তাঁদের তরফ থেকে কোনও রকম পদক্ষেপ দেখতে পাচ্ছেন না এলাকাবাসী। তাই এবার বন দফতরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন তাঁরা। অন্যদিকে হনুমানটি এতটাই অসুস্থ, সে খাওয়াদাওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছে বলে খবর। এই নিয়ে সরগরম এলাকা।