এ দিন সকাল থেকেই হাওড়ার বাগনানের কাপালিপাড়ায় ১৬ নম্বর জাতীয় সড়কের উপরে আহত অবস্থায় বাঘের (Tiger) মতো একটি প্রাণী পড়ে আছে বলে খবর ছড়িয়ে পড়ে৷ খবর ছড়িয়ে পড়তেই জাতীয় সড়কে প্রাণীটিকে দেখতে ছোটেন কয়েক'শো মানুষ। মুহুর্তের মধ্যেই রাস্তার উপর ভিড় জমে যায়। ছড়িয়ে পড়ে বাঘ আতঙ্ক।
আরও পড়ুন: ডুয়ার্সের বীরপাড়া চা বাগানে পিটিয়ে খুন করা হল চিতাবাঘকে! সামনে এল ভয়াবহ ভিডিও
advertisement
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন পরিবেশ কর্মী ও বন্যপ্রাণ সংরক্ষক চিত্রক প্রামাণিক। তাঁরা ঘটনাস্থলে পৌঁছে উপস্থিত উৎসুক জনতার ভুল ভাঙিয়ে জানান,'এটি বাঘ নয়, একটি পূর্ণবয়স্ক পুরুষ বাঘরোল' (Fishing Cat Recovered in Howrah)। ততক্ষণে ঘটনাস্থলে এসে পৌঁছয় বাগনান থানার পুলিশ। খবর দেওয়া হয় বন দপ্তরে। বন দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে পূর্ণ বয়স্ক বাঘরোলটিকে উদ্ধার করেন৷
আরও পড়ুন: বক্সায় ফের মিলল 'রাজকীয়' দর্শন! জঙ্গলে বাড়ছে ট্র্যাপ-ক্যামের নজরদারি, কোন উদ্বেগে বনবস্তি?
বন দফতরের কর্মীরা জানান, বাঘরোলটির পায়ে আঘাত রয়েছে৷ সম্ভবত জাতীয় সড়কের উপরে গাড়ির ধাক্কাতেই আহত হয় প্রাণীটি৷ এর পর সেটি আর রাস্তার ধারে ঝোপের মধ্যে ফিরে যেতে পারেনি৷
বন্যপ্রাণী সংরক্ষক চিত্রক প্রামাণিক বলেন,"এখনও আমাদের সমাজে অনেক ভুল ধারণা রয়েছে। ভুল ভাঙাতেই আমরা লাগাতার প্রচার চালিয়ে যাচ্ছি। আজও বাগনানে ঘটনাস্থলে দাঁড়িয়ে সেই সচেতনতার কাজই করলাম।" বন দফতরের তরফে জানানো হয়েছে, বাঘরোলটিকে সুস্থ করে তুলে উপযুক্ত স্থানে ছেড়ে দেওয়া হবে৷
Santu Mallick