TRENDING:

রানিগঞ্জের জখম পুলিশকর্তাকে পাঠানো হচ্ছে কোয়েম্বাত্তুরে

Last Updated:

রানিগঞ্জ গোষ্ঠী সংঘর্ষে গুরুতর আহত ডেপুটি কমিশনার অরবিন্দ দত্ত চৌধুরীকে স্থানান্তরিত করা হল কোয়েম্বাত্তুরে ৷ কোয়েম্বাত্তুরের হাসপাতালেই চিকিৎসা হবে তাঁর ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দুর্গাপুর: রানিগঞ্জ গোষ্ঠী সংঘর্ষে গুরুতর আহত ডেপুটি কমিশনার অরবিন্দ দত্ত চৌধুরীকে নিয়ে যাওয়া হল কোয়েম্বাত্তুরে ৷ কোয়েম্বাত্তুরের হাসপাতালেই চিকিৎসা হবে তাঁর ৷
advertisement

গত ২৬ মার্চ রামনবমী উপলক্ষ্যে শোভাযাত্রা ঘিরে রণক্ষেত্রে হয়ে ওঠে আসানসোলের রানিগঞ্জ ৷ বোমার আঘাতে গুরুতর জখম হন ডেপুটি কমিশনার অরিন্দম দত্ত চৌধুরি ৷ এতদিন দুর্গাপুরের মিশন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি ৷

আরও পড়ুন: জখম ডেপুটি কমিশনারকে দেখতে যেতে চান রাজ্যপাল, মত নেই সরকারের

গতকালই জখম পুলিশকর্তাকে দেখতে যেতে চেয়েছিলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী ৷ রাজভবনের প্রেস সচিব জানান, পরিস্থিতির সঙ্গে অবগত হওয়ার জন্য রাজ্যপাল সেখানে যেতে চেয়েছেন। কিন্তু রাজ্যপালের এই আবেদনে সায় মেলেনি নবান্নর তরফে ৷ প্রশাসনের সূত্রে কালই রাজ্যপালকে জানিয়ে দেওয়া হয়, এলাকার পরিস্থিতি এখনও স্বাভাবিক নয় ৷ এখনও বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন করা রয়েছে ৷ ফলে রাজ্যপালকে এই মুহূর্তে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া সম্ভব নয় ৷ এরপরই দুর্গাপুর যাওয়ার পরিকল্পনা বাতিল করতে বাধ্য হন রাজ্যপাল ।

advertisement

আরও পড়ুন: এলাকা দখল নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, রাতভর উত্তপ্ত আলিপুরের গোপালনগর

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

অন্যদিকে, রামনবমীর অনুষ্ঠান ঘিরে এই অশান্তির বিস্তারিত জানতে চেয়ে গতকাল রাজ্যের কাছে রিপোর্ট চেয়েছিল কেন্দ্র ৷ উত্তেজনা প্রবণ এলাকায় বাড়তি নিরাপত্তা দেওয়ার নির্দেশও দিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ একইসঙ্গে প্রয়োজনে কেন্দ্রের তরফে রাজ্যকে অতিরিক্ত নিরাপত্তাও দেওয়া হবে বলেও জানানো হয়েছে ৷ রাজ্যের প্রয়োজন হলে কেন্দ্র আধাসেনা পাঠাতে পারে বলে খবর ৷

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
রানিগঞ্জের জখম পুলিশকর্তাকে পাঠানো হচ্ছে কোয়েম্বাত্তুরে