TRENDING:

Maslandapur Miracle: এ যেন পুনর্জন্ম! জলে তলিয়ে গিয়েও পুলিশের তৎপরতায় প্রাণ ফিরে পেল একরত্তি মেয়ে

Last Updated:

Maslandapur Miracle: শেষ পর্যন্ত হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ শরীরে বাড়ি ফিরে এসেছে ছোট্ট তিথি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
# মসলন্দপুর :  মসলন্দপুরের বিধান পল্লীর বাসিন্দা বিষ্ণুবাবুর বড় মেয়ে তিথি পাল শনিবার হঠাৎই তলিয়ে যায় পুকুরে। প্রায় মিনিট দশেক পর তাকে পুকুর থেকে উদ্ধার করেন বিষ্ণু বাবু। সে সময় কার্যত কোনও সাড়া মিলছিল না তার শরীর থেকে। এই পরিস্থিতিতে এক কথায় ভেঙে পড়েন বিষ্ণু পাল-সহ সকলে। মেয়েকে হারানোর ভয় গ্রাস করে ফেলেছিল তাদের। সেই সময়ই মগরা থেকে মসলন্দপুরে (Maslandapur) আসছিল পুলিশের একটি গাড়ি। বিষ্ণুবাবুর কাছে সে সময় কার্যত ঈশ্বরের দূত হয়ে ওঠেন এই পুলিশকর্মীরাই। সময় নষ্ট না করে প্রাথমিক শুশ্রূষা শুরু করে দেন তাঁরা। এর পর তিথির শরীর থেকে সাড়া মিললে তাকে দ্রুত পুলিশের গাড়িতে করে নিয়ে তাঁরা হাসপাতালে পৌঁছে যান। শেষ পর্যন্ত হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ শরীরে বাড়ি ফিরে এসেছে ছোট্ট তিথি।
advertisement

আরও পড়ুন : টোটোচালকের সততার নজির ! পুলিশে অভিযোগ জানানোর আগেই হারিয়ে যাওয়া ফোন ফেরত

আরও পড়ুন : ছোট্ট কেশবকে কোলে নিয়েই আনন্দ সংবাদ জানালেন অভিনেত্রী মধুবনী

তাকে পুষ্পস্তবক দিয়ে অভ্যর্থনা জানানো হয়। মেয়েকে ফিরে পেয়ে খুশি বিষ্ণুবাবু সমেত গ্রামের সকলে। পুলিশ কর্মীদের কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁরা। সাধারণ মানুষের পাশে দাঁড়ানো পুলিশের কর্তব্য। সেই কাজ করতে পেরে খুশি পুলিশ আধিকারিক অমিতাভ ভৌমিক। রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিনিয়ত এইরকমই বিপদের সম্মুখীন হয় শিশুরা। নজরদারির অভাবে এ ধরনের দুর্ঘটনায় প্রতিবছরই প্রাণ যায় বহু শিশুর। সে ক্ষেত্রে পরিবারের বিশেষ নজরদারির প্রয়োজন রয়েছে বলেই মনে করেন কর্তব্যরত পুলিশ আধিকারিকরা। শিশুটির প্রাণ বাঁচিয়ে খুশি পুলিশকর্মীরাও।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হুবহু দক্ষিণেশ্বর মন্দির! বাতিল জিনিস শিল্পীর হাতের জাদুতে শিল্পের রূপ পেল
আরও দেখুন

(প্রতিবেদন :  রুদ্রনারায়ণ রায়))

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Maslandapur Miracle: এ যেন পুনর্জন্ম! জলে তলিয়ে গিয়েও পুলিশের তৎপরতায় প্রাণ ফিরে পেল একরত্তি মেয়ে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল