অভিযোগ, গাঙ্গেড্ডা গ্রামের এক যুবকের সঙ্গে দীর্ঘ চার বছর ধরে অবৈধ সম্পর্ক লিপ্ত ছিলেন ওই গৃহবধূ। পরিবারে স্বামী ও সন্তান থাকলেও গৃহবধূকে তার সঙ্গে সংসার করার জন্য চাপ দিত প্রেমিক। আর সেই কারণেই প্রায় দিন মানসিক অত্যাচার চালাতেন ওই যুবক বলেই জানা গিয়েছে। বেশ কিছু দিন ধরেই গৃহবধূকে বাড়ি ছেড়ে তার সঙ্গে সংসার করার জন্য অত্যাচার করা হয়। কিন্তু তাতে রাজি হননি গৃহবধূ।
advertisement
বৃহস্পতিবার বাড়ির কাছেই পুকুরে বাসন ধুতে গেলে গৃহবধূর উপর চড়াও হয় ওই যুবক। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। গলার নলি কাটা হয় এবং বাধা দিতে গেলে হাতের আঙুল কেটে যায়। গ্রামের বাসিন্দাদের নজরে এলে তড়িঘড়ি গৃহবধূকে উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে চিকিৎসার জন্য। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভরতপুর থানার পুলিশ।
আরও পড়ুন: বাড়ির ফ্রিজে ছেলের মৃ*তদে*হ নিয়ে হাসপাতালে বাবা-মা, আদালতের নির্দেশে বিচারের আশা! শিউরে উঠবেন জানলে
গৃহবধূর স্বামী জানিয়েছেন, ‘আমার স্ত্রীর সঙ্গে চার বছর ধরে অবৈধ সম্পর্ক লিপ্ত ছিল যুবক। সংসার করতে রাজি না হওয়ার কারণেই এই হামলা চালানো হয়েছে। পুলিশের কাছে আর্জি কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ করুক যুবকের বিরুদ্ধে।’ পাশাপাশি ঘটনার পর পলাতক যুবক।
কৌশিক অধিকারী






