সদ্যোজাত পুত্র সন্তানের শরীর কিভাবে রাস্তার ধারে এল তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । চাঞ্চল্য ছড়িয়েছে হঠাত কিভাবে সদ্যজাত এর মৃতদেহ রাস্তার ধারে এসে পড়লো এটি হচ্ছে ভাববার বিষয় ।
সকাল ছটা নাগাদ গ্রামবাসীরা রাস্তায় হাঁটা চলার জন্য রাস্তায় বেরালে সদ্যজাত এর শরীর দেখতে পান তারপরে সেটি দেখে স্থানীয় হাসপাতালে ও থানাতে ফোন করা হয় থানা হাসপাতালের সহযোগিতায় অ্যাম্বুলেন্সে করে সদ্যজাত দেহটিকে হাসপাতালে নিয়ে আসেন এবং ডাক্তারবাবু সিটিকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন ।
advertisement
আরও পড়ুন - ১০ বছরের বালিকাকে পড়াতে এসে যৌনহেনস্তা, গ্রেফতার গৃহশিক্ষক
সদ্যজাত এর দেহ কিভাবে রাস্তায় পড়ে থাকে এবং সেটি কোথা থেকে এসেছে তদন্তের সাঁকরাইল থানার পুলিশ । যেই দম্পতি এমন একটি ঘৃণ্য কাজ করেছে তাদেরকে কড়া শাস্তির দাবি জানাচ্ছেন এলাকার মানুষজন ।
আরও দেখুন