এরপর মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে বলেন, ‘‘অনেক গান আছে। তুমি অন্য একটা গাও।’’ ইন্দ্রনীল তখন ‘মা’ গানটি ধরেন। সেটিও ভুলে যান। শেষে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই কবিতা শুনিয়ে দেন। এদিন চুঁচুড়ার মঞ্চে ঘটে ঘটনাটি ৷
advertisement
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আজ যা লোক এসেছে তারা ভোট দিলেই রচনা জিতে যায়। লকেটরাণী হেরে যায়। এবারে একটা একটা আসন ধরে এগোতে হচ্ছে। এবার বিজেপি আবার আসলে কারও অস্তিত্ব থাকবে না। আর চাকরি ভুলে যান। ওরা চাকরি দেয় না। একটা ইলেকশনে রাজনৈতিক দলকে ভোট দেওয়া হয়, তার দায়বদ্ধতা দেখে। আমরা আমাদের প্রতিশ্রুতি রক্ষা করেছি। যা বলেছি তাই করেছি। আর না বলেও একাধিক কাজ করেছি ৷ বিজেপি যে কথা বলে ভোট নিয়েছিল তারা তা করেনি।’’
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 15, 2024 3:27 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mamata Banerjee-Indranil Sen: মুখ্যমন্ত্রীর সামনে গান গাইতে গিয়ে কথা ভুলে গেলেন ইন্দ্রনীল সেন! মমতা বন্দ্যোপাধ্যায় কী বললেন?