Shreyas Talpade: ‘৬ মাস পর্যন্ত করব না...’ কোভিড ভ্যাকসিন নিয়ে প্রশ্ন তোলার পর শ্রেয়স তলপড়ে এবার কী বললেন?
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
বলে রাখা ভাল যে, গত বছর অর্থাৎ ২০২৩ সালে হার্ট অ্যাটাক হয়েছিল শ্রেয়সের। ফলে ঘরের মধ্যেই পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
advertisement
বলে রাখা ভাল যে, গত বছর অর্থাৎ ২০২৩ সালে হার্ট অ্যাটাক হয়েছিল শ্রেয়সের। ফলে ঘরের মধ্যেই পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই অভিনেতার অ্যাঞ্জিওপ্লাস্টি হয়। প্রায় সপ্তাহখানেক হাসপাতালে থাকার পরে বাড়ি ফিরেছিলেন তিনি। বর্তমানে তাঁর আসন্ন ছবি ‘করতম ভুগতম’ নিয়ে ব্যস্ত শ্রেয়স।
advertisement
সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া একটি ইন্টারভিউয়ে শ্রেয়স তালপাড়ে বলেছিলেন যে, “বর্তমানে আমার কিছু সীমাবদ্ধতা রয়েছে। কারণ আমি এখনও সেরে ওঠার প্রক্রিয়ার মধ্যে রয়েছি। আমার চিকিৎসকেরা বলেছেন যে, ‘‘আরও ৬টা মাস আর আপনি একেবারে আগের মতোই সুস্থ হয়ে উঠবেন। তাই আমি অপেক্ষা করব। কিন্তু তত দিন পর্যন্ত এমন কিছু ছবি রয়েছে, যেগুলি নিয়ে আমি কাজ করছি। আসলে সেই ছবিগুলিতে সেরকম মারপিটের দৃশ্য অথবা অতিরিক্ত নাটকীয় সিকোয়েন্স নেই।”
advertisement
advertisement
অভিনেতার কথায়, “আমি ধূমপান করি না, মদ্যপান করি মাঝেমধ্যে। মাসে হয়তো একবার মদ খাই। হ্যাঁ আমার কোলেস্টেরল একটু বেড়েছিল, যেটা আজকের দিনে স্বাভাবিক। এর জন্য ওষুধও খাচ্ছিলাম। ফলে তাৎপর্যপূর্ণ ভাবে সেটা কমেও গিয়েছিল। আমার সুগার নেই, না আছে ব্লাড প্রেশার। কিছুই নেই। তাহলে এর কারণ কী হতে পারে?” তিনি আরও বলেন, “ভ্যাকসিন নেওয়ার পর থেকে আমি আরও বেশি ক্লান্ত হয়ে পড়ছি।”