বন দফতর সূত্রে জানা গিয়েছে, সোনামুখীর শীতলঝোড় এলাকায় একটি পুকুর পাড়ে স্থানীয় বাসিন্দারা প্রথম ইন্ডিয়ান রক পাইক পাইথনটিকে দেখতে পান। তারপর খবর দেওয়া হয় সোনামুখী বন দফতরে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন বন দফতরের আধিকারিকরা। তারপর ইন্ডিয়ান রক পাইথনটিকে উদ্ধার করে বন দফতরের কর্মীরা নিয়ে যান।
আরও পড়ুন : মা দুর্গার বিদেশ যাত্রা! প্লেনে চড়ে বাংলার বিশেষ ধাঁচের প্রতিমা পাড়ি দিচ্ছে ইউরোপ! কত খরচ পড়ছে জানেন?
advertisement
প্রাথমিক চিকিৎসার পর পুনরায় ইন্ডিয়ান রক পাইথনটিকে সোনামুখীর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে বলে খবর। সোনামুখী রেঞ্জের বিট অফিসার ইদ্রিস সরকার জানান, খবর পাওয়ার পর সাপটিকে উদ্ধার করে বন দফতরে নিয়ে আসা হয় এবং প্রাথমিক চিকিৎসার পর সোনামুখীর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। এছাড়াও তিনি জানান, ইন্ডিয়ান রক পাইথন টি ৯ ফুট লম্বা এবং সাপটির আজন প্রায় ১৪ কেজি।
আরও পড়ুন : রাজ্য সরকারের ঘোষণার পরেও মিলছে না বোনাস! উলটে চম্পট দিচ্ছেন মালিকরা, ভয়ঙ্কর অভিযোগ চা বাগানে
অন্যদিকে লোকালয়ের কাছাকাছি বিশাল আকারের এই সাপ চলে আসার কারণে আতঙ্ক বেড়েছে। স্থানীয়রা বলছেন, আগেভাগে দেখতে না পেলে বিশাল সাপটি লোকালয়ের মধ্যে চলে এসে বড় দুর্ঘটনার কারণ হতে পারত। যে কারণে স্বাভাবিকভাবে পুজোর মুখে কিছুটা চিন্তা বেড়েছে স্থানীয়দের।