TRENDING:

Python Snake : দম বন্ধ করা দৃশ্য! সোনামুখীতে ৯ ফুট লম্বা ও ১৪ কেজির বিশাল পাইথন, দেখেই মাথা খারাপ সকলের

Last Updated:

Python Snake : সোনামুখী থেকে বিশালাকার একটি ইন্ডিয়ান রক পাইথন উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য। ইন্ডিয়ান রক পাইথন টি ৯ ফুট লম্বা এবং সাপটির আজন প্রায় ১৪ কেজি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সোনামুখী, বাঁকুড়া, দেবব্রত মন্ডল : সোনামুখী থেকে বিশালাকার একটি ইন্ডিয়ান রক পাইথন উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য। সাধারণ মানুষের মধ্যে বিশাল এই সাপকে কেন্দ্র করে তৈরি হয়েছে উত্তেজনা। এই ধরনের বিশাল সাপ কীভাবে বারবার লোকালয় চলে আসছে, এই ভেবে চিন্তিত এলাকার মানুষ।
বিশাল আকারের পাইথন উদ্ধার।
বিশাল আকারের পাইথন উদ্ধার।
advertisement

বন দফতর সূত্রে জানা গিয়েছে, সোনামুখীর শীতলঝোড় এলাকায় একটি পুকুর পাড়ে স্থানীয় বাসিন্দারা প্রথম ইন্ডিয়ান রক পাইক পাইথনটিকে দেখতে পান। তারপর খবর দেওয়া হয় সোনামুখী বন দফতরে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন বন দফতরের আধিকারিকরা। তারপর ইন্ডিয়ান রক পাইথনটিকে উদ্ধার করে বন দফতরের কর্মীরা নিয়ে যান।

আরও পড়ুন : মা দুর্গার বিদেশ যাত্রা! প্লেনে চড়ে বাংলার বিশেষ ধাঁচের প্রতিমা পাড়ি দিচ্ছে ইউরোপ! কত খরচ পড়ছে জানেন?

advertisement

প্রাথমিক চিকিৎসার পর পুনরায় ইন্ডিয়ান রক পাইথনটিকে সোনামুখীর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে বলে খবর। সোনামুখী রেঞ্জের বিট অফিসার ইদ্রিস সরকার জানান, খবর পাওয়ার পর সাপটিকে উদ্ধার করে বন দফতরে নিয়ে আসা হয় এবং প্রাথমিক চিকিৎসার পর সোনামুখীর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। এছাড়াও তিনি জানান, ইন্ডিয়ান রক পাইথন টি ৯ ফুট লম্বা এবং সাপটির আজন প্রায় ১৪ কেজি।

advertisement

আরও পড়ুন : রাজ্য সরকারের ঘোষণার পরেও মিলছে না বোনাস! উলটে চম্পট দিচ্ছেন মালিকরা, ভয়ঙ্কর অভিযোগ চা বাগানে

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অন্যদিকে লোকালয়ের কাছাকাছি বিশাল আকারের এই সাপ চলে আসার কারণে আতঙ্ক বেড়েছে। স্থানীয়রা বলছেন, আগেভাগে দেখতে না পেলে বিশাল সাপটি লোকালয়ের মধ্যে চলে এসে বড় দুর্ঘটনার কারণ হতে পারত। যে কারণে স্বাভাবিকভাবে পুজোর মুখে কিছুটা চিন্তা বেড়েছে স্থানীয়দের।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Python Snake : দম বন্ধ করা দৃশ্য! সোনামুখীতে ৯ ফুট লম্বা ও ১৪ কেজির বিশাল পাইথন, দেখেই মাথা খারাপ সকলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল