রাজ্য সরকারের ঘোষণার পরেও মিলছে না বোনাস! উলটে চম্পট দিচ্ছেন মালিকরা, ভয়ঙ্কর অভিযোগ চা বাগানে
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
Tea Garden: শ্রমিকদের অভিযোগ, রাজ্য সরকারের ঘোষণা মতো ২০ শতাংশ বোনাস দেওয়ার বদলে মালিকপক্ষ একতরফাভাবে বোনাসের হার কমিয়ে দিয়েছে।
বানারহাট, জলপাইগুড়ি, রকি চৌধূরী: পুজোর মুখে একসঙ্গে বন্ধ হয়েছে ডুয়ার্সের তিনটি চা বাগান। সমস্যায় পড়েছেন কয়েক হাজার শ্রমিক ও কর্মচারি। কোনরকম নোটিস না দিয়ে রাতারাতি রাতের অন্ধকারে চা বাগান ছেড়ে পালিয়ে গিয়েছে কর্তৃপক্ষ। চামুর্চিতে ভারত ভুটান সড়ক অবরোধ করে শুক্রবার দিনভর চলেছে চা শ্রমিকদের বিক্ষোভ। এবার চা শ্রমিকদের বোনাস বিক্ষোভ। ২০ শতাংশ বোনাসের দাবিতে একজোট হয়েছেন বানারহাট ব্লকের চুনাভাটি চা বাগানের শ্রমিকরা। তুমুল উত্তেজনা বানারহাটের চুনাভাটি চা বাগানে। ইন্দো-ভুটান সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় চা শ্রমিকরা।
শুক্রবারের পর শনিবারও ইন্দো-ভুটান সড়ক অবরোধ করে পথে নামলেন চা শ্রমিকরা। এদিন বানারহাট ব্লকের চুনাভাটি চা বাগানের শ্রমিকরা ২০ শতাংশ বোনাসের দাবিতে সকাল থেকেই সড়ক অবরোধে বসেন।
আরও পড়ুনঃ ঘুচল রুজি রুটি! পুজোর আগে মাথায় আকাশ ভেঙে পড়ল চা শ্রমিক মহল্লায়! বন্ধ পরপর তিনটি চা বাগান
শ্রমিকদের অভিযোগ, রাজ্য সরকারের ঘোষণা মতো ২০ শতাংশ বোনাস দেওয়ার বদলে মালিকপক্ষ একতরফাভাবে বোনাসের হার কমিয়ে দিয়েছে। শ্রমিকদের অজান্তেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ক্ষোভ ছড়িয়েছে চা শ্রমিক মহল্লায়। তাদের দাবি, ঘোষিত ২০ শতাংশ বোনাস দিতে হবে এবং বকেয়া মজুরি দ্রুত মিটিয়ে দিতে হবে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ পুরসভার টাকা মেরে পকেট ভরছিলেন অস্থায়ী কর্মী! বাগিয়েছেন কয়েক লক্ষ, অভিযোগ সামনে আসতেই শোরগোল
অবরোধের কারণে বানারহাট থেকে ভুটানগামী রাস্তায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বানারহাট থানার বিশাল পুলিশ বাহিনী। পুজোর মুখে একের পর এক চা-বাগানে শ্রমিক বিক্ষোভে কার্যত দিশেহারা প্রশাসন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 13, 2025 10:00 PM IST