বিনা টিকিটে ভ্রমণ আটকাতে কিছুদিন ধরেই লাগাতার টিকিট চেকিং চলছে শিয়ালদহ বনগাঁ শাখায়। নানাভাবে বিনা টিকিটে ভ্রমণ দণ্ডনীয় অপরাধ সেই প্রচার চালানো হলেও এক অংশের যাত্রী এখনও বিনা টিকিটে যাত্রা চালিয়ে যাচ্ছেন বলেও জানা যায়। তা আটকাতেই চলছে চেকিং। এদিনও ট্রেন ছাড়ার কিছু পরেই টিকিট পরীক্ষক এক মহিলার কাছে টিকিট চান। কিন্তু তাঁর কাছে বৈধ টিকিট ছিল না।
advertisement
আরও পড়ুন: SIR সংক্রান্ত ৬৫ অভিযোগ তুলে কমিশনে শুভেন্দু অধিকারী, BLA-দের নিরাপত্তার দাবি বিজেপির
ফাইন দিতে বলা হলে তিনি তা দিতে অস্বীকার করেন। এর মধ্যেই ট্রেন যখন বামনগাছি স্টেশনে প্রবেশ করছে, ঠিক তখনই প্ল্যাটফর্মের উল্টোদিকের অফসাইডে ট্রেন থেকে ঝাঁপ দেন ওই মহিলা বলে জানা যায়। ফলে গুরুতর জখম হন তিনি। বামনগাছি স্টেশনের যাত্রীরা এবং রেলকর্মীরা ছুটে এসে তাঁকে উদ্ধার করে রেললাইন থেকে প্ল্যাটফর্মে তোলেন। প্রাথমিক ভাবে অনুমান, তাঁর একটি পা ভেঙে গিয়েছে।
পা ভাঙল মহিলার
আরও পড়ুন: শীত এলেই ঠোঁট ফেটে চৌচির? মধু ও ঘি ব্যবহারে নরম তুলতুলে হবে ঠোঁট! জানুন বিউটিশিয়ানের টিপস
রেল সূত্রে জানা গিয়েছে, আহত মহিলাকে প্রথমে স্টেশন মাস্টারের অফিসে নিয়ে যাওয়া হয় এবং পরে রেলকর্মী ও স্থানীয় ব্যবসায়ীদের সহযোগিতায় তাঁকে তাঁর বাড়িতে পৌঁছে দেওয়া হয়। ওই মহিলা জানান, তাঁর বাড়ি বামনগাছি স্টেশনের পাশেই। যদিও ওই মহিলার তরফে জানানো হয়, বারাসাত থেকে ট্রেন ঢুকে গিয়েছিল, তাই টিকিট কাটতে পারিনি তিনি।
টিটি যখন টিকিট চাইছিলেন, তখন তার কাছে ফাইন দেওয়ার টাকাও ছিল না। কিছু বুঝে উঠতে না পেরেই ট্রেন থেকে ঝাঁপ দিয়েছেন। অন্যান্য ট্রেন যাত্রীদের দাবি, মাত্র ৫ বা ১০ টাকার টিকিট না কেটে যারা ট্রেনে ওঠেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। তবে এদিনের ঘটনা বিনা টিকিটে যাত্রার মূল্য যে কতটা ভয়ানক হতে পারে, তা একেবার চোখে আঙুল দিয়ে দেখাল বামনগাছি স্টেশন।





