মূল সড়ক কেটে রেললাইনের তলায় তৈরি হয় এই আন্ডারপাশটি। প্রথমদিকে নিকাশির কিছু ব্যবস্থাও ছিল। কিন্তু বর্তমানে সেই নিকাশি ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়েছে বলে অভিযোগ। ফলে সামান্য বৃষ্টিতেই জমে যায় জল। বর্ষাকালে তো পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। পূর্ব বর্ধমানের ওই এলাকার স্থানীয় বাসিন্দা শেখ বাবলু বলেন, “স্কুলের ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে না, গ্রামের মানুষ বেরোতে পারছে না! এখন এমন অবস্থা একটা বিপদ হলেও আমরা বেরোতে পারব না।”
advertisement
আরও পড়ুন: বর্ষা নয়, ১২ মাসে ১০ মাসই এক হাঁটু জলে কাটে বাসিন্দাদের! উল্টে যা বলছে পঞ্চায়েত
এই পরিস্থিতি নতুন নয়। দীর্ঘদিন ধরেই বেলেন্ডার মানুষ এই সমস্যার মুখোমুখি হচ্ছেন। তবে, চলতি বছরে বর্ষার শুরুতেই পরিস্থিতি হাতের বাইরে চলে গেছে। বুধবার সকাল থেকেই আন্ডারপাসে জমে রয়েছে কোমর সমান জল! কোন রকম যান চলাচলের উপায় নেই! স্কুলগামী ছাত্রছাত্রীদের অভিভাবকরাও ভীষণ চিন্তিত। স্থানীয় বাসিন্দা শেখ আরিফ বলেন, “জল জমে রয়েছে যাতায়াতে খুবই সমস্যা হচ্ছে। আমরা চাইছি যেন দ্রুত এই সমস্যার সমাধান হয়।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বর্ষা এলেই কষ্টের শেষ নেই। গাড়ি চলে না, সাইকেল তো দূরের কথা, এমনকি হাঁটাও যায় না! গ্রামের মানুষ চাইছেন অবিলম্বে আন্ডারপাস সংস্কার ও কার্যকর নিকাশি ব্যবস্থার দাবি পূরণ হোক। তাঁদের স্পষ্ট বার্তা, আর আশ্বাস নয়, এবার চাই কাজ।
বনোয়ারীলাল চৌধুরী





